১০০% মানিব্যাক গ্যারেন্টি এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট ক্রয় করে আয় করুন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
Assalamu Alaikum, Welcome to R it firm
লিখিত ১০০% মানিব্যাক গ্যারেন্টি, সহকারে R it firm থেকে গুগল এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট ক্রয় করে আয় করুন নিশ্চিন্তে। যেকোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন
সূচিপত্র: ওয়েবসাইট ক্রয় করুন
- ওয়েবসাইটের বিবরণ
- কেন এই সার্ভিসটি সেরা?
- ১০০% মানিব্যাক গ্যারেন্টি
- ওয়েবসাইটের মূল্য
- কি কি সুযোগ সুবিধা রয়েছে?
- কি কি অসুবিধা রয়েছে?
- কিছু প্রশ্ন এবং উত্তর
- উপসংহার - শেষ কথা
ওয়েবসাইটের বিবরণ
আমাদের কাছ থেকে ওয়েবসাইট ক্রয় করে আপনি বিভিন্ন কাজে এটা ব্যবহার করতে পারেন যেমন:
- গুগল এডসেন্স থেকে ইনকাম
- ব্যবসায়িক প্রচার ও মার্কেটিং
- ই-কমার্স বা অনলাইন শপিং
- সার্ভিস বা পরিসেবা প্রদান
- ফোরাম ও কমিউনিটি তৈরি
- ফ্রিল্যান্সিং এর জন্য মার্কেটপ্লেস তৈরি
- এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এর ব্যবসা
- শিক্ষা ও প্রশিক্ষণ ইত্যাদি।
আমাদের ওয়েবসাইট আপনার পছন্দ অনুযায়ী এডিট করে নিতে পারবেন কোয়ালিটি অনেক সুন্দর এবং SEO ফ্রেন্ডলি। আপনারা হয়তো জানেন একটি SEO ফ্রেন্ডলি ওয়েবসাইটের জন্য লোডিং স্পিড সহ অনেক কিছু মেইনটেইন করতে হয়।
আমরা আপনাকে সবকিছু করে দিব আপনাকে কিছু করতে হবে না জাস্ট অর্ডার করুন। আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু তথ্য: অ্যাডসেন্স ফ্রেন্ডলি, থিম অটো আপডেট, ফাস্ট লোডিং, মোবাইল ফ্রেন্ডলি, SEO ফ্রেন্ডলি, ড্র্যাগ & ড্রপ ডিজাইন, কাস্টম Ads প্লেসমেন্ট, আনলিমিটেড কালার, HD ফেভিকন, ক্লিন সার্চ ভার্সন, কাস্টম 404 পেজ ইত্যাদি।
কেন এই সার্ভিসটি সেরা?
নিজে থেকে একটি ওয়েবসাইট তৈরি করতে হলে অনেক খাটাখাটনি করতে হয় এছাড়াও কিছু ভুল ত্রুটির কারণে ওয়েবসাইটের পোস্ট/পেজ র্যাঙ্ক করে না। বিশেষ করে যে সকল ব্যক্তি গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে চাই তাদের কোনরকম ঝামেলা ছাড়াই টাকা ইনকাম হচ্ছে এরকম একটি কমপ্লিট এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন।
গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য ওয়ান পেজ এসিও, ওয়েবসাইট কন্ট্রোল এবং প্রাসঙ্গিক সমস্ত বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান এবং ১০০% মানিব্যাক গ্যারেন্টি দিচ্ছি এতে আপনাদের টাকা বিফলে যাওয়ায় কোন দুশ্চিন্তা নেই। কারণ ইনকাম হচ্ছে এরকম একটি ওয়েবসাইট আপনাকে আমরা দিচ্ছি।
আপনাদের মধ্যে অনেকেই এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট বাদ ই-কমার্স, সার্ভিস প্রদান, ফ্রিল্যান্সিং ইত্যাদি ক্ষেত্রে ব্যবহারের জন্য পছন্দের ওয়েবসাইট তৈরি করে দেওয়া হয়। এবং এক বছরের জন্য ডট কম ডোমেইন দেওয়া হয় পরবর্তীতে আপনারা রিনিউ করে নিবেন এছাড়াও ওয়েবসাইট প্রস্তুত করার আগে সকল বিষয়ে আপনার সাথে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
১০০% মানিব্যাক গ্যারেন্টি
আপনি যদি এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট ক্রয় করেন এবং ইনকাম না হয় তাহলে আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এতে কোন সন্দেহ নেই। [এর দায় দায়িত্ব R it firm কর্তৃপক্ষের]
ওয়েবসাইটের মূল্য
ওয়েবসাইট ক্যাটাগরি | মূল্য / টাকা |
এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট | ২৫,০০০ ৳ |
এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট মাসিক 30$ থকে 50$ + ডলার প্লাস আয় |
১ লক্ষ + অথবা - ৳ আলোচনা সাপেক্ষে |
এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট মাসিক ১০০$ + আয় |
২ লক্ষ + ৳ ওয়েবসাইটের কোয়ালিটি অনুযায়ী |
অন্যান্য ওয়েবসাইট | ৬০০০৳ থেকে ২ লক্ষ+ ৳ আপনাদের অর্ডার অনুযায়ী |
ওয়েবসাইট মূল্য ডিসকাউন্ট অফার
এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট ২৫,০০০ ৳ ২০% ডিসকাউন্ট বর্তমান মূল্য ২০,০০০৳ [ নির্দিষ্ট সময় অফারটি বন্ধ হয়ে যাবে ]
কি কি সুযোগ সুবিধা রয়েছে?
- প্যাসিভ আয়
- ইনকাম নিশ্চিত
- মানিব্যাক গ্যারান্টি
- ইচ্ছামত কাজের সুবিধা
- ৫০% ৳ দিয়ে অর্ডার কনফার্ম
- ওয়েবসাইটের সিকিউরিটি একটিভ
প্যাসিভ আয়, আপনি কাজ করলেও টাকা পাবেন, না করলেও টাকা পেতে থাকবেন। তাই বলে কাজ বন্ধ করা যাবে না একেবারে বন্ধ করলে আয় আস্তে আস্তে কমে যাবে।
ইনকাম নিশ্চিত, আপনি আমাদের থেকে ওয়েবসাইট ক্রয় করলে শুরু থেকেই ইনকাম করতে পারবেন যত কাজ করবেন তত আপনার ইনকাম বৃদ্ধি হতে থাকবে।
মানিব্যাক গ্যারান্টি, টাকা খরচ করে আয় করতে পারবেন না এই ভয়টি আপনাদের নাই কারণ এই রিক্সটা সম্পূর্ণ আমাদের। আমরা সবকিছু আপনাকে প্রস্তুত করে দিব উদাহরণ: রান্না করে খাবার প্রস্তুত করতে অনেক খাটা খাটনির প্রয়োজন আপনাকে কিছুই করা লাগবে না। আমরা আপনাকে খাবার প্রস্তুত করে দিব।
ইচ্ছামত কাজের সুবিধা, আমরা যখন মানুষের কাজ করি কিংবা কোম্পানিতে কাজ করি তখন তাদের বিভিন্ন নিয়ম এবং সময় অনেক কিছু মেইনটেইন করে কাজ করতে হয়। এই কাজের বিষয়টি একেবারে ভিন্ন আপনি আপনার কাজ যেভাবে করেন ঠিক এই কাজটিও সেভাবে করতে পারবেন এতে কারো এখতিয়ার নাই।
৫০% ৳ দিয়ে অর্ডার কনফার্ম, ৫০% অথবা ২৫% টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন তবে ২৫% টাকা দিয়ে অর্ডার করার সুযোগ সীমিত সময়ের জন্য দেওয়া হয়।
ওয়েবসাইটের সিকিউরিটি একটিভ, আমরা নিজ দায়িত্বে এই কাজটির সম্পন্ন করে থাকি। আপনার ওয়েবসাইটের নিরাপত্তার জন্য কিছু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করতে হবে। তবে আপনি যদি অতিরিক্ত সিকিউরিটি চান তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে তবে সেটার তেমন খুব একটা প্রয়োজন হয় না।
কি কি অসুবিধা রয়েছে?
- ওয়েবসাইট ক্রয় করে কাজ না করলে টাকা আয় করা সম্ভব না
- মাঝে মাঝে ওয়েবসাইটের কন্ডিশন চেক করতে হয়
- গুগল আর্টিকেল ইনডেক্স না করলে আর্টিকেল চেক করতে হয়
- বুঝেশুনে ওয়েবসাইট ক্রয় না করলে পরবর্তীতে সমস্যা হয়
- সিকিউরিটির বিষয়ে অবহেলা করলে ওয়েবসাইট হ্যাক হয়ে যেতে পারে
- নিয়ম না মেনে কাজ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে
- সঠিক নিয়মে কাজ না শিখলে অর্থ আয় করতে সমস্যা হয় ইত্যাদি।
কিছু প্রশ্ন এবং উত্তর
কেনা ওয়েবসাইটে কি SEO সেটআপ করা থাকবে?
হ্যাঁ, আমরা নিজ দায়িত্বে A to Z সবকিছু করে দিব ইনশাআল্লাহ।
মাসিক কত টাকা আয় করা সম্ভব?
এটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার কাজের উপর তবে আপনি যদি যথেষ্ট কাজ করেন তাহলে দুই থেকে তিন মাস পর ১০ হাজার প্লাস, ৬ মাস পর ৩০-৪০ হাজার প্লাস এবং এক বছর কাজ করলে ১ লক্ষ টাকার অধিক অর্থ আয় করতে পারবেন ইনশাআল্লাহ।
ইনকামের বিষয়ে আপনারা কি কি গ্যারান্টি দেন?
ইনকাম নিশ্চিত এ বিষয়ে আমরা ১০০% গ্যারান্টি প্রদান করি কিন্তু আপনি কত টাকা আয় করবেন ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, ৮০ হাজার, এ বিষয়ে আমরা গ্যারান্টি প্রদান করি না এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তবে আপনি আমাদের দেওয়ার নিয়ম অনুযায়ী কাজ করলে প্রথম থেকেই টাকা আয় করতে পারবেন এবং কয়েক মাস পর থেকে ভালো একটি অর্থ আয় করতে পারবেন ইনশাআল্লাহ।
কিভাবে বুঝব আপনার বিশ্বস্ত?
আমাদের ট্রেড লাইসেন্স দেওয়া আছে এবং প্রয়োজনীয় সব ডকুমেন্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের সাথে দেখা করে নিশ্চিত হতে পারে।
কতগুলো ব্যাক লিঙ্ক থাকবে এবং DA কত?
আপনি যদি ব্যাক লিংক চান তাহলে আলাদা টাকা দেওয়া লাগবে এবং DA একটি নতুন ওয়েবসাইটে আর কিছু মনে হয়। এছাড়া আরও প্রশ্ন থাকলে আমাদের সাথে আলোচনা করে নিবেন যাতে পরবর্তীতে সার্ভিস নিয়ে সমস্যা না হয়।>
আপনার প্রশ্ন করুন
উপসংহার - শেষ কথা
আমি মোঃ রাজিউন ইসলাম আপনাদেরকে চারটি কথা বলতে চাই।
প্রথম, আপনারা যারা অবসর সময় পার করছেন কিংবা অনলাইন থেকে আয় করার কথা ভাবছেন তাদের জন্য এটা সেরা সিদ্ধান্ত আপনার ট্রাই করা উচিত। অথবা ইউটিউব থেকে দেখে নিন গুগল এডসেন্স থেকে কত টাকা আয় করা সম্ভব।
দ্বিতীয়, আমাদের মাঝে অনেকে অনলাইনে কাজ করতে চাই কিন্তু কাজ করে টাকা আয় করতে পারছে না, অনুগ্রহ করে তাদের কাছে এই মেসেজটি পাঠিয়ে দেন তাদের জন্য ফ্রিতে কাজের ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তৃতীয়, রেফার কোড এবং প্রথম থেকে কাজ করে প্রায় ৫ থেকে ১০ হাজার টাকা সেভ করতে পারবেন গুগল এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট ক্রয়ের ক্ষেত্রে।
চতুর্থ, আমি একজন আল্লাহর গোলাম, আশা করি আপনারা আমার কাছ থেকে হালাল পথে অনলাইন থেকে আয় করার জন্য সঠিক গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ। এবং আমার কাছে ০.১% প্রতারিত হওয়ায় আশঙ্কা নেই এতটুকু আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন।
ধন্যবাদ-Thanks
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url