জন্ম নিবন্ধন অনলাইন যাচাই ও PDF এর সকল তথ্য
জন্ম তথ্য যাচাই online bris. বা জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য সকল তথ্য গাইডলাইন এই আর্টিকেলটিতে উপস্থাপন করা হয়েছে। আপনারও খুব সহজেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে পারবেন এবং PDF ফাইল ডাউনলোড করতে পারবেন।
অনুগ্রহ করে নিচের প্রত্যেকটা ধাপ জেনে নিন, না হলে জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে সমস্যা হতে পারে।
সূচিপত্র: জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার জন্য সকল তথ্য - জন্ম তথ্য যাচাই online bris.
(নিচের যে অংশ থেকে পড়তেছে ক্লিক করুন)
- জন্ম নিবন্ধন অনলাইন যাচাই
- কিভাবে প্রিন্ট বা PDF করবেন?
- সাধারণ প্রশ্না উত্তর
- নাগরিক সেবা অ্যাপস
- জন্ম তথ্য যাচাই সতর্কতা
- উপসংহার - শেষ কথা
আপনি যে কোন ব্রাউজারের মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে পারবেন। জন্ম তথ্য যাচাই online প্রক্রিয়া অনেক সহজ,
কিন্তু ভুল লিংকে প্রবেশ করে সেখানে আপনার পার্সোনাল তথ্য সাবমিট করলে সেই তথ্যগুলো নিয়ে বিভিন্ন প্রতারক, আপনার সাথে প্রতারণা করতে পারেন।
আশা করি এই আর্টিকেলটিতে পড়ার মাধ্যমে খুব সহজে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন এবং সহজেই জন্ম নিবন্ধন তথ্য অনলাইন যাচাই ও PDF ফাইল ডাউনলোড করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই - জন্ম তথ্য যাচাই online
উপরের ছবিটি লক্ষ্য করুন আপনারা খুব সহজেই জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই বা জন্ম তথ্য যাচাই online bris. সম্পূর্ণ করতে পারবেন।
- Birth registration number এর জায়গায় আপনার নিজের জন্ম নিবন্ধন সনদ নাম্বার প্রবেশ করুন।
- Date of birth (YYY-MM-DD) এর জায়গায় আপনার নিজের জন্ম তারিখ প্রবেশ করুন।
- The answer is এর জায়গায় উপরের অংকের যোগফল কিংবা যেটা চাইবে উপরের লেখাটা দেখে সেটা প্রবেশ করুন।
- Search অপশনে ক্লিক করুন।
আপনি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই (Click here) অপশনে প্রবেশ করে উপরে ৪ টি ধাপ সম্পন্ন করলে জন্ম নিবন্ধন সমস্ত তথ্য দেখতে পাবেন। আর যদি দেখতে না পান তাহলে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা হয়নি।
এবং যদি ভুল Birth registration number কিংবা Date of birth (YYY-MM-DD) প্রবেশ করান তাহলে উপরে একটি নোটিফিকেশন ম্যানেজ দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে আপনার কথায় ভুল হয়েছে।
উপরের জন্ম নিবন্ধন অনলাইন যাচাই (Click here) অপশন এ ক্লিক করুন। এবং PDF ফাইল ডাউনলোড করার জন্য নিচে নিয়ম কানুন গুলো দেওয়া হলো।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই পর কিভাবে প্রিন্ট বা PDF করবেন?
আপনারা খুব সহজেই জন্ম নিবন্ধনের একটি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করে যেকোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন
- প্রথমে আপনার ডিভাইসে উপরের 3 ডট আইকনে ক্লিক করুন।
- Destination, Pages, Layout, Color, Paper size, Pages per sheet, Margins, Scale অপশন গুলো ঠিক করে নিন।
- Margins আর Scale ডিফল্ট রাখুন চাইলে কম বেশি করতে পারেন। কিন্তু Destination, Pages ভালোভাবে দেখে নিবেন।
- এবার Print অপশনে ক্লিক করুন।
- সাধারণত ডাউনলোড অপশনে ফাইলটি থাকবেন অথবা আপনার ডিভাইসের যে ফোল্ডারে ফাইলটি রাখতে চান সেখানে সেভ করে নিন।
আশা করি আপনারা জন্ম নিবন্ধন তথ্য পিডিএফ করতে পারবেন এবং খুব সহজেই উপরের লিংকে প্রবেশ করে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই - জন্ম তথ্য যাচাই online সাধারণ প্রশ্না উত্তর
আপনারা অনেকেই অনেক কিছু প্রশ্ন করেন যেমন:
- জন্ম নিবন্ধন যাচাই অ্যাপস Apps.
- জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইটের লিংক
- জন্ম নিবন্ধন যাচাই কপি (download) ডাউনলোড বা প্রিন্ট করার নিয়ম
- জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড pdf
- জন্ম তথ্য যাচাই online bris
- জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক ইংরেজি
- জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত? ইত্যাদি
আপনি যদি উপরের তথ্যগুলো পড়ে থাকেন তাহলে সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন শুধু অ্যাপস (Apps) এবং জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত? এই দুটি উত্তর অজানা।
আপনার মোবাইলে ডিভাইসে প্লে স্টোরে প্রবেশ করে খুব সহজেই অ্যাপস ইন্সটল করে নিতে পারবেন।
নাগরিক সেবা অ্যাপস (Click here)আপনারা অনেকেই জানতে চান জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত? তাদেরকে বলছি আপনাকে কোন ফি পরিশোধ করা লাগবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে everify.bdris.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে আপনার তথ্য জানতে পারবেন এবং জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড pdf আকারে আপনার ডিভাইসে সেভ করে নিতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই - জন্ম তথ্য যাচাই online সতর্কতা
আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনার পার্সোনাল ইনফরমেশন কোথায় প্রবেশ করাচ্ছেন। যেমন: Birth registration number, Date of birth ইত্যাদি। বিভিন্ন প্রতারক ফেক অ্যাকাউন্ট খুলে বলতে পারে আপনার জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য এই ফর্মটি ফিলাপ করুন।
আশা করি আপনারা এতটাও বোকা না, এরকম প্রতারককে চিহ্নিত করতে পারবেন জাস্ট আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে।
উপসংহার - শেষ কথা (জন্ম নিবন্ধন অনলাইন যাচাই)
আশা করি এখন থেকে আপনারা জন্ম নিবন্ধন অনলাইন যাচাই (Click here) বাটনে ক্লিক করে খুব সহজেই জন্ম নিবন্ধন তথ্য জানতে পারবেন এবং তার নিচের প্যারা থেকে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড PDF আকারে আপনার ডিভাইসে সেভ করতে পারবেন।
ধন্যবাদ-Thanks
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url