সর্দি কাশির সিরাপের নাম ট্যাবলটের ও চিকিৎসা

ছোট বড় সকলকেই সর্দি-কাশির সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে সর্দি লাগা এই সমস্যাটি আমাদের সকলের জন্য অনেক বিরক্ত কর সমস্যা। এই আর্টিকেলটিতে সর্দি কাশির সিরাপের নাম এবং চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে।

image

সর্দি কাশির সিরাপের নাম সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য পেতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

সূচিপত্র: সর্দি কাশির সিরাপের নাম ট্যাবলটের ও চিকিৎসা

নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন

আপনারা হয়তো (সর্দি কাশির সিরাপের নাম) লিখে সার্চ করে এই আর্টিকেলটি পেয়েছেন। তবে সর্দি কাশির সিরাপের নাম এবং প্রয়োজনীয় জিনিসগুলো জানতে হবে যেমন সিরাপ ব্যবহারের পরিমাণ, সর্দি কাশির কারণ, উপকারী খাবার, সতর্কতা, চিকিৎসা ইত্যাদি।

সর্দি কাশির সিরাপের নাম ট্যাবলটের ও চিকিৎসার পয়েন্টগুলো নিচে উপস্থাপন করা হলো।

সর্দি কাশির কারণ

ঘরে বসেই আপনারা এই সমস্যায় সমাধান করতে পারবেন। সেজন্য আপনাদেরকে সচেতন হতে হবে এবং কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি কারনে সর্দি কাশি হয় সেটা জানার জরুরী আপনারা যদি সর্দি-কাশির কারণগুলো জানেন তাহলে কারণ গুলো এড়িয়ে চলতে সহজ হবে।

আপনার হয়তো অনেকেই সর্দি-কাশির কারণগুলো জানেন আবার অনেকেই জানেন না।

  • বিশেষ করে ঋতু পরিবর্তনের সময়
  • দীর্ঘ সময় ভিজা কাপড়ে থাকলে
  • হঠাৎ করে বৃষ্টিতে ভিজলে
  • সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি পান করলে
  • বাচ্চাদের ভিজা জামা কাপড় পরিধান এর কারণে
  • বাচ্চাদের ঠান্ডা বাতাস গায়ে লাগলে
  • জ্বর হলে ইত্যাদি।

আপনারা সর্দি-কাশি থেকে সুস্থ থাকার জন্য এই পয়েন্টগুলো এড়িয়ে চলবেন এবং সচেতন থাকবেন। সচেতন না থাকার কারণে এলোমেলো চলাফের জন্য অনেক সময় সর্দি কাশির ট্যাবলেট, সিরাপ খাওয়ার পরেও ভালো হতে চাই।

বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে বেশি সজাগ থাকতে হবে। প্রসব পায়খানা করার সাথে সাথে কাপড় পরিবর্তন করে দিবেন এবং উপরে উল্লেখিত পয়েন্ট গুলো এড়িয়ে চলবেন।

সর্দি কাশির জন্য উপকারী খাবার

image

সর্দি কাশি ভালো করতে খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য সর্দি কাশির উপকারী খাবার গুলো আমাদের সকলের জানা দরকার নিচে খাবারগুলোও নাম উল্লেখ করা হলো। সবগুলো খাবার আপনাকে একসাথে খাওয়া লাগবে এরকমটা না। সর্দি কাশির জন্য নিচের খাবারগুলো আপনার পছন্দের যেকোনো খাবার, খাদ্য তালিকায় রাখা উচিত।

  • সরিষার তেল
  • আদা চা
  • গরম স্যুপ
  • গরম পানিতে লেবু ও মধু
  • মেথির চা
  • ক্যামোমাইল চা
  • রসুন
  • লেবু ও মধুর মিশ্রণ
  • গরম পানি
  • তুলসী পাতার রস
  • মধু
  • ভিটামিন সি
  • ভিটামিন এ
  • কমলালেবু
  • লেবু
  • কাঁচা মরি
  • আমলকি
  • পেয়ারা
  • আমড়া

এই খাবারগুলো সর্দি কাশির ভালো করতে খুব ভালো কাজ করে। তবে বাচ্চাদের জন্য কমলালেবুর রস, গরম পানিতে লেবু ও মধু, গরম পানি, এবং সরিষার তেল খাওয়ালে অনেকটা আরাম পাওয়া যায়।

সর্দি কাশির জন্য ঘরোয়া চিকিৎসা

বাড়িতে বিশ্রাম নিন এবং পর্যাপ্ত ঘুম প্রয়োজন। শরীর উষ্ণ রাখার চেষ্টা করুন, যতটা সম্ভব পানি পান করুন, এবং উপরে উল্লেখিত আপনার পছন্দের খাবার গুলো গ্রহণ করুন, গলা ব্যথা এবং কাশির জন্য গরম পানি করে গড়গড়ে করুন।

ছোট বাচ্চারা গরগড়া করতে পারে না সেজন্য তাদেরকে অল্প করে মধু খাওয়ান তবে এক বছরের কম বয়সের বাচ্চাদেরকে মধু খাওয়াবেন না। (কোথায় আছে যত্ন করলে রত্ন মিলে) আপনি সর্দি-কাশির সমস্যার সম্মুখীন হল নিজেকে সচেতন থাকতে হবে এবং শরীরের যত্ন নিতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ।

এবার সর্দি কাশির সিরাপের নাম এবং সর্দি কাশির ট্যাবলেট এর নাম গুলো জেনে নেওয়া নিন।

সর্দি কাশির সিরাপের নাম এবং সর্দি কাশির ট্যাবলেট এর নাম

সাধারণত সর্দি কাশি সাত দিন থেকে দশ দিনের মধ্যে ওষুধ ছাড়াই সেরে যায়। আপনারা ঘরোয়া ভাবে সমস্যার সমাধানে চেষ্টা করুন। এবং সর্দি কাশির সিরাপ অথবা সর্দি কাশি ট্যাবলেট যেকোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন।

বাজারের ফার্মেসি গুলোতে বিভিন্ন রকমের সর্দি কাশির ওষুধ পাওয়া যায়। কিন্তু বেশ কার্যকর এবং ভালো রেজাল্ট পাওয়া যায় যে ওষুধগুলো থেকে সে ওষুধ গুলোর নাম নিচে দেওয়া হল।

সর্দি কাশির সিরাপের নাম

  • Chericof Syrup
  • Grilinctus Syrup
  • Ambrodil S Syrup
  • Zedex Cough Syrup
  • Koflet-H Syrup
  • Ascoril Cough Syrup
  • Honitus Cough Syrup
  • Corex Cough Syrup
  • Benadryl Cough Syrup

সর্দি কাশির ট্যাবলেট এর নাম

  • Dolo Cold
  • Cetrizine
  • Mucinex
  • Sudafed
  • Benadryl Allergy
  • Tylenol Cold & Flu
  • Allegra
  • NyQuil Cold & Flu
  • DayQuil Cold & Flu

অবশ্যই আপনারা ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে পিস্কেপশন অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন অল্প একটু কষ্ট করে ফার্মেসী থেকে ক্রয় করার সময় ওষুধ ব্যবহারের নির্দেশনা গুলো জেনে নিন। যদি ওষুধের ভুল ব্যবহার করেন তাহলে সমস্যার সম্মুখীন হতে হবে। সুস্থ হতে এবং ওষুধের সঠিক ব্যবহার করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

ঔষধ ব্যবহার থেকে বিরত থাকুন

যেসকল বাচ্চাদের বয়স ১৮ বছরের কম তাদেরকে অ্যাসপিরিন ও স্যালিসাইলেট যুক্ত সমস্ত ওষুধ প্রয়োগ থেকে বিরত থাকুন। এবং যে সকল শিশুর বয়স ৬ বছর এরকম তাদের সমস্যার জন্য নাকের ড্রপ ব্যবহার থেকে বিরত থাকুন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ প্রয়োগ করবেন না।

সর্দি কাশির ঔষধ ব্যবহারে সতর্কতা

image

ঔষধ বাজার থেকে ক্রয় করার সময় দেখে নিন ওষুধের ডেট কি আছে, নাকি ডেট শেষ হয়ে গিয়েছে। ওষুধ ব্যবহার করার আগে প্যাকেটের ভিতরে নির্দেশনা গুলো পড়ে নিন।

আপনি যদি জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল গ্রহণ করেন তাহলে সর্দি-কাশির জন্য ওষুধ গ্রহণে সতর্কতা অবলম্বন করুন। কারণ জ্বর এবং ব্যথা ও সর্দি কাশির ঔষধে প্যারাসিটামল থাকতে পারে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন।

আরো পড়ুন: দ্রুত মোটা হওয়ার উপায় ১০ টি কার্যকরী টিপস

আপনার যদি ছোট বাচ্চা থাকে তাহলে উপরে উল্লেখিত (ঔষধ ব্যবহার থেকে বিরত থাকুন) পয়েন্টটা ভালোভাবে পড়ে নিন।

অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকুন কারণ সর্দি-কাশি একটি ভাইরাস ব্যাকটেরিয়া না। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে সেজন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হন।

উপসংহার - শেষ কথা

সর্দি কাশি হলে কি ওষুধ খাওয়া প্রয়োজন এবং অ্যান্টিবায়োটিক কেন খাওয়া প্রয়োজন না। ঘরোয়া চিকিৎসা, সর্দি কাশির জন্য উপকারী খাবার, সর্দি কাশির সিরাপের নাম, সর্দি কাশির ট্যাবলেট এর নাম ইত্যাদি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন আমাদের জন্য এই তথ্যগুলো জানা কতটা জরুরী।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url