জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন ও প্রিন্ট A to Z

বর্তমান সময়ে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সেজন্য আপনাকে bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে, বিস্তারিত নিচে দেওয়া হলো।

image

সূচিপত্র: জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন প্রিন্ট A to Z

(নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন)

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন (প্রথম ধাপ)

প্রথমেই আপনাকে bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর হোম পেজে চারটি অপশন দেখতে পাবেন।

image
  1. হোম
  2. জন্ম নিবন্ধন
  3. মৃত্যু নিবন্ধন
  4. ব্যবহারকারী সংযোজন
দুই নাম্বার পয়েন্ট (জন্ম নিবন্ধন) এর উপর ক্লিক করলে অথবা মাউস পয়েন্ট নিয়ে গেলে আরও বেশ কিছু অপশন দেখতে পাবেন।
  • জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
  • জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
  • জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
  • জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
  • সার্টিফিকেট বাতিলের আবেদন
  • মৃত্যু নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
  • নতুন মৃত্যু নিবন্ধন আবেদন
  • মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা

এ পয়েন্টগুলো থেকে আপনারা বুঝতেই পারছেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন ছাড়া প্রয়োজনীয় আরও অনেক কাজ আপনারা করতে পারবেন।

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে তিন নাম্বার পয়েন্ট (জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন) এর উপর ক্লিক করুন। বুঝতে সমস্যা হলে উপরে চিত্রটি লক্ষ্য করুন।

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন (দ্বিতীয় ধাপ)

এখানে আপনাকে ৩ জায়গায় তথ্য দিতে হবে

  1. জন্ম নিবন্ধন নম্বর
  2. জন্ম তারিখ
  3. ক্যাপচা

এরপর কোনো অনুসন্ধানে ক্লিক করুন। একটু পর আপনার তথ্যটি যাচাই সম্পূর্ণ হলে নিচে আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন। এরপর (নির্বাচন করুন) অপশনে ক্লিক করুন। এরপর কনফার্ম করুন এভাবে তিনটি স্টেপ অতিক্রম করতে হবে। আশা করি স্টেপগুলো খুবই সহজ আপনারা সম্পন্ন করতে পারবেন। নিচে একটি ছবি দেওয়া হল এবং তিনটি পয়েন্ট উল্লেখ করা হলো।

  1. অনুসন্ধান
  2. নির্বাচন
  3. কনফার্ম
image

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন বুঝাতে Screenshot ব্যবহার করা হয়েছে এবং তথ্য সুরক্ষার জন্য পার্সোনাল ইনফরমেশন গুলো মুছে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন (তৃতীয় ধাপ)

উপরের কাজগুলো সম্পন্ন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে।

image

এখানে আপনাকে জন্ম তথ্য সংশোধন করতে হবে লক্ষ্য করুন বিষয় এরপর পাশে নির্বা চিহ্ন আছে সেখানে ক্লিক করুন এবং আপনার সমস্যা নির্বাচন করুন। সেখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন:

image

আপনার সমস্যাটি নির্বাচন করুন এবং সঠিক তথ্য লিখুন আপনার যতগুলো সমস্যা রয়েছে (আরো তথ্য সংযোগ করুন) অপশনে ক্লিক করে সমস্ত সঠিক তথ্য উপস্থাপন করুন এবং সংশোধনের কারণ উল্লেখ করুন। নিচে আরও একটি পিকচার দেওয়া হল।

image

অবশ্যই মনে রাখবেন আপনি সর্বোচ্চ তিনবার জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানার বানান সহ বিভিন্ন ভুল সংশোধন করতে পারবেন যেমন:

  • দেশ
  • বিভাগ
  • ডাকঘর (বাংলায়)
  • ডাকঘর (ইংরেজিতে)
  • গ্রাম / পাড়া / মহল্লা
  • গ্রাম / পাড়া / মহল্লা ( ইংরেজি )
  • বাসা ও সড়ক ( নাম, নম্বর )
  • বাসা ও সড়ক ( নাম, নম্বর ) ( ইংরেজি )

image

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন (চতুর্থ ধাপ) আবেদনকারীর তথ্য

একটু নিচের দিকে নেমে আবেদনকারীর তথ্য সাবমিট করা লাগবে।

image

একটি ইমেইল নাম্বার এবং একটি ফোন নাম্বার দিয়ে ওটিপি পাঠান অপশন এ ক্লিক করুন এরপর একটি ওটিপি আসবে সেই ওটিপিটি নিচে বসিয়ে সাবমিট করুন তাহলে আপনার জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন।

জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন (পঞ্চম ধাপ)

iamge

উপরে চিহ্নিত অংশে আপনার আবেদন পত্রের নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারটি কপি করে নিন অথবা একটি খাতায় লিখে নিন।

এবার আপনি যেখানে বসবাস করেন আপনার ইউনিয়নে অথবা উপজেলা গিয়ে তাদেরকে বলুন আমি জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করেছি এটা আমার আবেদন পত্রের নাম্বার।

আরো পড়ুন: অনলাইনে পাসপোর্ট আবেদন ফরম পূরণ করার ৮ টি স্টেপ

তারা আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট নিবেন এবং আপনার জন্ম নিবন্ধন কার্ড প্রিন্ট করে দিবে।

কি ডকুমেন্ট লাগবে? আপনি যে তথ্যগুলো সংশোধন করছেন সে সকল তথ্যে কপি লাগবে এছাড়াও তাদের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন কি কি লাগবে।

পিতা মাতার নাম সংশোধনের জন্য আবেদন

আপনি bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশের পর একটি নোটিফিকেশন দেখতে পাবে সেখানে বলে দেওয়া আছে পিতা মাতার নাম সংশোধনের জন্য আবেদন করতে কি কি ধাপ অতিক্রম করতে হবে।

আপনি যদি সরাসরি ওয়েবসাইট ভিজিট করে তথ্য জানেন তাহলে আপডেট তথ্য জানতে পারবেন সে জন্য ওয়েবসাইট ভিজিট করুন এবং দেখে নিন পিতা মাতার নাম সংশোধনের জন্য আবেদন করতে কি কি ধাপ অতিক্রম করতে হবে।

বর্তমানে একটি আপডেট পিকচার দেওয়া হল

image

উপসংহার - শেষ কথা

আপনার যদি উপরে উল্লেখিত মাত্র ৫ টি পয়েন্ট সময় নিয়ে পড়েন তাহলে খুব সহজেই আপনার অথবা আপনার পরিচিত অনেকের জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে বাড়িতে বসেই অনেক সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url