নাকের স্প্রে ব্যবহারের সঠিক ২ টি নিয়ম

বিভিন্ন সমস্যার জন্য নাক, কান, গলা, বিশেষজ্ঞ ডাক্তারগণ আমাদেরকে স্প্রে এবং ঔষধ দিয়ে থাকেন। আমরা সাধারণ মানুষ নাকের স্প্রে ব্যবহারের নিয়ম ডাক্তারকে জিজ্ঞেস করতে অনেক সময় ভুলে যাই। সেজন্য সে আর্টিকেলটিতে নাকের স্প্রে ব্যবহারের নিয়ম দেওয়া হয়েছে।

image

আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি সঠিক ভাবে নাকের স্প্রে ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ।

সূচিপত্র: নাকের স্প্রে ব্যবহারের নিয়ম

(নিচের যে অংশ থেকে পড়তেছে ক্লিক করুন)

রোগ ও সমস্যা

নাকের স্প্রে একটি ওষুধ সর্দি, এলার্জি, নাক বন্ধ হওয়া ইত্যাদি ক্ষেত্রে নাকের স্প্রে ব্যবহারের করা হয়। কিন্তু নাকের স্প্রে ব্যবহারের কিছু নিয়ম ও ওষুধ রয়েছে যেগুলো নিচে দেওয়া হল।

নাকের স্প্রে ব্যবহারের ওষুধ

আপনারা যারা নাকের স্প্রে ব্যবহার করবেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক রোগ নির্ণয় করে সঠিক ঔষধ ব্যবহার করবেন। নিচে কিছু নাকের স্প্রের নাম দেওয়া হলো।

অক্সিমেটাজোলিন (Oxymetazoline) এই ওষুধটি ব্যবহার করা হয় নাক বন্ধ হওয়া, সর্দি সমস্যা দূর করতে, এবং সাইনাসের সমস্যা সমাধানে।

ফ্লুটিকাসোন (Fluticasone) বর্তমান সময় অনেকেই কমন একটি সমস্যার মধ্যে রয়েছে এলার্জি। এই ফ্লুটিকাসোন ওষুধটি এলার্জির জনিত সর্দি এবং ইনফ্লামেশন এর জন্য ব্যবহার করা হয়।

এছাড়াও নাকের বেশ কিছু স্প্রে রয়েছে এবং ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করা হয় যেমন: মোমেটাসোন (Mometasone), ট্রাইআমসিনোলোন (Triamcinolone), আইপ্যাট্রোপিয়াম (Ipratropium), আজেলাস্টাইন (Azelastine), সালাইন (Saline Nasal Spray) ইত্যাদি।

আপনারা উপরে উল্লেখিত ঔষধ গুলো ব্যবহারে অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন। এবং ডাক্তারের দেওয়া নির্দেশনা মেনে ঔষধ ব্যবহার করবেন। নিচে নাকের স্প্রে ব্যবহারের নিয়ম দেওয়া হল।

নাকের স্প্রে ব্যবহারের সঠিক ২ টি নিয়ম

নাকের স্প্রে ব্যবহারের নিয়ম গুলো নিচে পয়েন্ট আকারে দেওয়া হল আমি মনে করি পয়েন্ট আকারে উপস্থাপন করলে আপনাদের বুঝতে সহজ হবে। এবং পয়েন্টের সাথে একটি ছবি দেওয়া হল ছবিটি ফলো করুন এবং নিচের পয়েন্ট গুলো দেখুন।

image
  • নাকের স্প্রে ব্যবহারের পূর্বে সুন্দর করে নাকের ভেতর পরিষ্কার করে নিন।
  • এবং দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করে নিন।
  • এরপর আপনারা নাকের জন্য স্প্রে টি ঝাঁকিয়ে নিন।
  • উপরের চিত্রটি লক্ষ্য করুন।
  • ১. নাকের ডান দিক স্প্রে করার সময় বাম হাতে স্প্রে ধরুন এবং ডান হাতের আঙ্গুল দিয়ে চোখের কোনা বরাবর টেনে ধরে বাম হাত দিয়ে স্প্রে করুন।
  • ২. নাকের বাম দিক স্প্রে করার সময় ডান হাতে ধরুন এবং বাম হাতের আঙ্গুল দিয়ে চোখের কোনা বরাবর টেনে ধরুন এবং ডান হাত দিয়ে স্প্রে করুন।
  • স্প্রে করার সময় অতিরিক্ত জোরে শ্বাস নিবেন না প্রয়োজনে টিস্যু দিয়ে নাকের বাইরে বেরিয়ে আসা লিকুইড মুছে নিন।

আশা করি আপনারা উপরে উল্লেখিত পয়েন্ট গুলো এবং ছবিটি থেকে বুঝতে পেরেছেন কিভাবে নাকের স্প্রে ব্যবহার হয় করতে হবে। এবং ডাক্তার যতটুকু স্প্রে করতে বলবে ততটুক স্প্রে করবেন একবার বললে একবার দুইবার বললে দুইবার।

নাকের স্প্রে ব্যবহারে সতর্কতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া

নাকে স্প্রে ব্যবহারের জন্য আপনাদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে যেমন

  • ডাক্তারের দেওয়া পরামর্শ অনুযায়ী স্প্রে প্রয়োগ অতিরিক্ত স্প্রে থেকে বিরত থাকা
  • স্প্রে বাজার থেকে ক্রয় করার সময় এক্সপায়ার ডেট দেখে নেওয়া
  • শিশুদের বয়স অনুযায়ী স্প্রে ব্যবহার করা কত বছর কত মাসের শিশুকে কি স্প্রে ব্যবহার করা যায় তা বিশেষজ্ঞদের মতামত নেওয়া নেওয়া জরুরী

আরো পড়ুন: ই ক্যাপ এর ১৬ টি উপকারিতা ও অপকারিতা

যদি আপনার দীর্ঘমেয়াদী সমস্যা থাকে তাহলে অবশ্যই নাকের স্প্রে ব্যবহারের পূর্বেই ডাক্তারের সাথে আলোচনা করা উচিত। এবং স্প্রে ব্যবহারে সমস্যা হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। যেমন: নাক ও গলায় শুষ্কতা অনুভব, মাথা ঘোরা ঝিমঝিম করা মাথাব্যথা এছাড়াও নাক থেকে রক্তপাত ইত্যাদি।

উপসংহার - শেষ কথা

আপনি যদি সঠিক নিয়মে নাকের স্প্রে ব্যবহার করেন তাহলে দ্রুত উপশম পাওয়ার আশা করা যায়। সেজন্য উপরে দেওয়া নাকের স্প্রে ব্যবহারের নিয়ম ভালোভাবে জেনে নিন এবং নাকের স্প্রে ব্যবহারে সতর্কতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url