ঋণ পরিশোধ না করার শাস্তি ও ভয়াবহতা
ইসলামের আলোকে কোরআন এবং হাদিস থেকে ঋণ পরিশোধ না করার শাস্তি সম্পর্কে আলোচনা থাকছে এ আর্টিকেলটিতে।
মানুষ সমাজে চলাচলের পথে একজন আরেকজনের কাছে অনেক কিছুই ঋণ/ধার নিয়ে থাকে। তবে এই ঋণ পরিশোধ না করার শাস্তি রয়েছে দুনিয়া ও আখেরাতের এবং বিভিন্ন দেশে রাষ্ট্রীয় আইন অনুযায়ী সাজা প্রদান করা হয়।
সূচিপত্র: ঋণ পরিশোধ না করার শাস্তি
নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন
- ইসলামে ঋণ পরিশোধ না করার শাস্তি (কোরআনের আয়াত)
- ইসলামে ঋণ পরিশোধ না করার শাস্তি (হাদিস থেকে)
- ঋণ পরিশোধের আমল
- বাংলাদেশের প্রেক্ষাপটে ঋণ পরিশোধ না করার শাস্তি
- অন্যান্য দেশের প্রেক্ষাপটে ঋণ পরিশোধ না করার শাস্তি
- উপসংহার - শেষ কথা
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা কি জানো সবচাইতে মিসকিন কোন ব্যক্তি? সাহাবীগণ বলল ইয়া রাসুলুল্লাহ (সাঃ) আমরা তো মনে করি যাদের কাছে অর্থ সম্পদ নাই মানুষের কাছে চেয়ে খায় এরাই মিসকিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না।
সবচাইতে বড় মিসকিন সেই ব্যক্তি যে কেয়ামতের দিন অনেক নেকি নামাজ রোজা ইত্যাদি নিয়ে উঠবে কিন্তু অনেক পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে সে কারো সম্পদের আত্মসাৎ করেছে, গীবত করেছে, কারো সম্পদ লুট করে খেয়েছে ইত্যাদি। তখন তার নেকি গুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং যদি তার নেকি গুলো শেষ হয়ে যায় তাহলে তাদের গুনহা গুলো তাকে দিয়ে দেওয়া হবে। (নাউজুবিল্লাহ)
ইসলামে ঋণ পরিশোধ না করার শাস্তি (কোরআনের আয়াত)
আপনারা ভূমিকা থেকে ঋণ পরিশোধ না করার শাস্তি সম্পর্কে জেনেছেন। পয়েন্টগুলো ধারাবাহিক আলোচনার জন্য নিচে ইসলামে ঋণ পরিশোধ না করার শাস্তি (কোরআনের আয়াত) গুলো উপস্থাপন করা হলো।
আল-বাকারা (সূরা নং ২: আয়াত নং ২৮২)
সমাজে আমাদের চলাচলের পথে একজন আরেকজনের কাছে লেনদেন করে থাকে কিন্তু আমরা লেনদেন সম্পর্কে অনেকেই ইসলামের জ্ঞান থেকে দূরে রয়েছি। আল-বাকারা আয়াত নং ২৮২ থেকে যে নির্দেশনাগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তা পালন করা আমাদের জন্য ফরজ এবং এইভাবে লেনদেন আমাদের জন্য কল্যাণকর এতে কোন সন্দেহ নেই।
আল্লাহ তাআলা আরো বলেন সুরা-৪ নিসা, আয়াত: ১১-১৪
(১৩) যে ব্যক্তি আল্লাহ এবং তাঁর রসূলের অনুসরণ করবে, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত, তারা তাতে চিরবাসী হবে এবং এটা বিরাট সাফল্য। (১৪) আর যে ব্যক্তি আল্লাহ এবং তাঁর রসূলের নাফরমানী করবে এবং তাঁর নির্ধারিত সীমালঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন, সে তাতে চিরবাসী হবে এবং সে অবমাননাকর শাস্তি ভোগ করবে। বিস্তারিত👇
ইসলামে ঋণ পরিশোধ না করার শাস্তি (হাদিস থেকে)
যে ব্যক্তি ঋণ পরিষদ না করে মৃত্যুবরণ করেন তার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াতেন না। এক ব্যক্তির জানাজায় ঠিক এরকমটাই হয়েছিল পরবর্তীতে এক সাহাবী তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করেন এবং ঋণ পরিশোধের পর জানাজার নামাজ পড়ানো হয়।
ঋণ পরিশোধ না করলে সেই ব্যক্তির রুহ ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না সে ব্যক্তির পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়। আরো মুসলিম শরীফের হাদিসে এসেছে শহীদের সব গুনাহ মাফ করে দেওয়া হবে শুধুমাত্র ঋণ এর গুনহা মাফ করা ব্যতীত। এবং সহীহ বুখারী শরীফের হাদিস থেকে পাওয়া যায়, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি উত্তম রূপে ঋণ পরিশোধ করে।
ঋণ পরিশোধ না করার শাস্তি হিসেবে জাহান্নামে যেতে হবে এবং কঠিন আজাবে গ্রেফতার করবে যে আযাব আমাদের কারো সহ্য করার ক্ষমতা নেই। আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) একটি দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটি হল (আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক) মানে👉 হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে বাঁচান, আপনার দয়া এবং করুণা দিয়ে অন্যদের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। এই দোয়াটি তিরমিজি শরীফের ৩৫৬৩ নং হাদিস থেকে পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক উপকারে আসবে।
এছাড়াও বুখারি: ২১৪৮, তিরমিজি: ১৫৭২, ইবনে মাজাহ: ২৪১২, বুখারি: ২২৩২, মুসলিম: ৪৭৭৭, বুখারি: ২২৩২,২৪০১, ২৪৩৩ এই হাদিসগুলো পড়লে আপনারা ঋণ পরিশোধ না করার শাস্তি সম্পর্কে আরো জানতে পারবেন, ইনশাআল্লাহ।
আশা করি আপনি কোরআন এবং হাদিসের আলোকে ঋণ পরিশোধ না করার শাস্তি সম্পর্কে যথেষ্ট অবগত এবার দুনিয়াতে বাংলাদেশসহ অন্যান্য দেশে ঋণ পরিশোধ না করার শাস্তি গুলো জেনে নিন।
বাংলাদেশের প্রেক্ষাপটে ঋণ পরিশোধ না করার শাস্তি
বাংলাদেশের প্রেক্ষাপটে ঋণ পরিশোধ না করলে ঋণগ্রস্ত ব্যক্তিকে বাংলাদেশের সংবিধানের আইন ও নীতি অনুযায়ী শাস্তি প্রদান করা হয়। নিচে পয়েন্টগুলো দেওয়া হল
- আইনগত ব্যবস্থা
- অর্থদণ্ড ও জেল
- ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত
- সম্পত্তি বাজেয়াপ্ত
- মানসিক ও সামাজিক প্রতিক্রিয়া
- চাকরির সমস্যার সৃষ্টি
আশা করি আপনারা পয়েন্টগুলো পড়ে বুঝতে পারছেন আপনি যদি ঋণ পরিশোধ না করেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে। এই ক্ষতিগুলো হতে পারে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী কিংবা গ্রামের নীতি অনুযায়ী।
অন্যান্য দেশের প্রেক্ষাপটে ঋণ পরিশোধ না করার শাস্তি
আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে বসবাস করে এবং প্রয়োজনে সেখানে অনেক সময় অন্যের কাছ থেকে ঋণ নিতে হয়। তখন সেই দেশের আইন, সংস্কৃতি এবং অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে ঋণ পরিশোধ না করার শাস্তি প্রদান করা হয়।
কয়েকটি দেশের নাম এবং ঋণ পরিশোধ না করার শাস্তি নিচে পয়েন্টগুলো উল্লেখ করা হলো
যুক্তরাষ্ট্র
- ক্রেডিট স্কোরের অবনতি
- আইনি ব্যবস্থা
- সম্পত্তি বাজেয়াপ্ত
- জেল
যুক্তরাজ্য
- ক্রেডিট স্কোরের অবনতি
- আইনি ব্যবস্থা
- ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
- ব্যানক্রাপ্সি
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে
- ক্রেডিট স্কোরের অবনতি
- আইনি ব্যবস্থা
- সম্পত্তি বাজেয়াপ্ত
- জেল
আরো পড়ুন: ধনী হওয়ার শক্তিশালী ১ টি আমল
জাপান
- ক্রেডিট স্কোরের অবনতি
- আইনি ব্যবস্থা
- ব্যানক্রাপ্সি
এবং সৌদি আরব
- আইনি ব্যবস্থা
- সামাজিক ও পেশাগত প্রভাব
- ব্যাংকিং ও ক্রেডিট সংক্রান্ত সমস্যা
- দেউলিয়া ঘোষণা
- অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে কাফালা
ঋণ পরিশোধ না করলে এই শাস্তি গুলো দুনিয়াতে পেতে হবে এবং আখিরাতে চিন্তা করে আমাদের উচিত কোরআন এবং হাদিসের আলোকে জীবন অতিবাহিত করা।
উপসংহার - শেষ কথা
আপনারা যারা ঋণগ্রস্ত আছেন তারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন (আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক) এবং ঋণ পরিশোধ না করার শাস্তি তো কোরআন এবং হাদিস থেকে জেনেছেন আশা করি পরকালকে প্রাধান্য দিবেন এবং সফল হবার জন্য আজাব থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন বেঁচে থাকতেই ঋণ পরিশোধ করার, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমীন।
ধন্যবাদ-Thanks
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url