নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার সঠিক নিয়ম + অফার

নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম আমরা অনেকেই জানিনা। সুপ্রিয় পাঠক, আপনি যদি সেন্ট মানি করার নিয়ম না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

image

এই আর্টিকেলটি পড়লে আপনি নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম সহ আরো অনেক বিষয় বিস্তারিত জানতে পারবেন।

সূচিপত্র: নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম

(নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন)

নগদ বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলোর মধ্যে একটি। এটি বাংলাদেশের ডাক বিভাগের আওতাধীন। আপনাকে তেমন কোন ঝামেলাই পোহাতে হবে না। কেননা নগদ হচ্ছে টাকা পাঠানোর একটি সহজ সমাধান। চলুন, নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম সম্পর্কে জেনে নেই।

নগদ একাউন্ট থেকে সেন্ট মানি করার নিয়ম

নগদ অ্যাপ ও মোবাইল মেন্যু দ্বারা সহজেই আপনি নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করতে পারবেন। নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম নিম্নে দেয়া হলো:

নগদ অ্যাপপ্রথমে নগদ পিন কোড দিয়ে নগদ অ্যাপে যেয়ে সেন্ড মানিতে ক্লিক করতে হবে। এখন আপনি যত টাকা সেন্ড করতে চান তা সেখানে লিখে আপনার নগদের পিন কোডটি দিয়ে টাকা সেন্ড করা সম্পন্ন করতে হবে। কাজ সম্পন্ন হয়ে গেলে আপনার কাছে এবং যাকে টাকা পাঠিয়েছেন তার কাছে মেসেজ আসবে।

মোবাইল মেন্যু:চলুন দেখা যাক, মোবাইল মেনু ব্যবহার করে নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম।

  • *167# তে কল করুন
  • নগদ মেনুতে যেয়ে সেন্ড মানি করার জন্য 2 লিখে সেন্ড করতে হবে
  • যার কাছে মানি সেন্ড করতে হবে তার নম্বর লিখে সেন্ড করুন
  • এরপর কত টাকা সেন্ড করা হবে তা লিখতে হবে
  • এরপর নগদের পিন কোড দিয়ে সেন্ড মানি সম্পন্ন করতে হবে।

নগদ সেন্ড মানি চার্জ ও লিমিট

নগদ তার ব্যবহারকারীকে অনেক সুযোগ-সুবিধা প্রদান করে। যা কিনা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় অনেক বেশি। নগদ একাউন্ট থেকে সেন্ট মানি করার নিয়ম আমরা অবশ্যই জানবো কিন্তু তার পূর্বে আমাদেরকে নগদ সম্পর্কিত আরো বেশ কয়েকটি জিনিস জানতে হবে।

তার মধ্যে একটি হলো নগদ সেন্ড মানি চার্জ ও লিমিট। কোন চার্জ ছাড়াও নগদ সেন্ড মানি করা যায় আবার অনেক সময় কিছু চার্জ লাগে তবে তা পরিমানে খুবই অল্প।

নগদ সেন্ড মানি চার্জ: অ্যাপের মাধ্যমে নগদে এক অ্যাকাউন্ট থেকে অন্য একাউন্টে ৫ বার সেন্ড মানি করলে সেখানে কোন চার্জই লাগেনা। তবে পাঁচ বারের পর থেকে সেন্ড মানি করলে ৫ টাকা করে চার্জ কাটবে। নগদ ইসলামিক অ্যাপ এর ক্ষেত্রেও একই নিয়ম।

আর মোবাইলে *167# লিখে নগদ সেন্ট মানি করলে সেক্ষেত্রে চার্জ লাগবে ৫ টাকা। অতএব, আপনারা বুঝতেই পারছেন নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম জানলে, নগদই হচ্ছে টাকা লেনদেনের সবচেয়ে সহজ মাধ্যম। কেননা এখানে ফ্রিতে মানি সেন্ড করার অপশন রয়েছে।

নগদ সেন্ড মানি চার্জ ও লিমিট: নগদে সেন্ড মানির ক্ষেত্রে কিছুটা লিমিটেশন রয়েছে। একজন নগদ গ্রাহক হিসেবে আপনাকে সেই লিমিটেশন গুলো অবশ্যই জানতে হবে। যেমন: নগদে একজন গ্রাহক একদিনে ৫০ বার ও সর্বোচ্চ ২৫ হাজার টাকার বেশি সেন্ড করতে পারবেন না।

আর একমাস হিসেবে ধরলে, এক মাসে সর্বোচ্চ ১০০ বার এবং ২ লক্ষ টাকা সেন্ড করা যাবে। আপনি একজন নগদ গ্রাহক হলে প্রয়োজন অনুযায়ী একবারে সর্বনিম্ন ১০ টাকাও সেন্ড করতে পারবেন আবার সর্বোচ্চ ২৫ হাজারও সেন্ড করতে পারবেন।

নগদ ক্যাশ আউট ফি কত?

এখন আমরা জানবো নগদ ক্যাশ আউট ফি কত? নগদ অ্যাপ এবং নগদ ইসলামিক অ্যাপ এ ক্যাশ আউট ফি একরকম নয়। নগদ ইসলামিক অ্যাপের তুলনায় নগদ অ্যাপে চার্জ কিছুটা কম।

প্রতি হাজারে নগদ অ্যাপে ১২.৫০ টাকা এবং নগদ ইসলামিক অ্যাপে ১৫ টাকা চার্জ কাটবে। নগদ ইউ,এস,এস,ডি কোড এবং ইসলামিক ইউ,এস,এস,ডি ব্যবহার করে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১৫ টাকা করে চার্জ কাটবে।

নগদে ক্যাশ আউটের ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি রয়েছে। যেমন: প্রতিদিন পাঁচবার ও সর্বোচ্চ ২৫ হাজার ক্যাশ আউট করা যাবে এর বেশি না। এক মাসে বিশ বার ও সর্বোচ্চ দেড় লক্ষ টাকা ক্যাশ আউট করা যাবে। আমরা পূর্বেই জেনেছি সর্বনিম্ন ১০ টাকা নগদে সেন্ড মানি করা যায়। কিন্তু ক্যাশ আউটের ক্ষেত্রে সর্বনিম্ন ৫০ টাকা ক্যাশ আউট করা যাবে।

নগদ একাউন্ট খোলার সঠিক নিয়ম

এজেন্টের কাছে এবং ঘরে বসে ৩টি পদ্ধতিতে নগদ একাউন্ট খোলা যায়। যথা:

  1. নগদ এজেন্টের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নগদ একাউন্ট খোলা যায়
  2. মোবাইল অ্যাপস দিয়ে খোলা যায় এবং
  3. মোবাইলে *167# ডায়াল করেও নগদ একাউন্ট খোলা যায়

নগদ একাউন্ট খোলার জন্য গ্রাহকের নাম, জন্মতারিখ, এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর, একটি পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি দরকার হয়। দেশের যেকোনো মোবাইল নাম্বারে নগদ একাউন্ট খোলা যাবে।

নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে কি করতে হয়?

নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা পিন রিসেট করলে সহজেই তা পুনরুদ্ধার করা যায়। নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে আমাদেরকে নিম্নের পদ্ধতি গুলো গ্রহণ করতে হবে:

প্রথমে *167# ডায়াল করে পিন রিসেট করার জন্য 8 লিখে তা সেন্ড করতে হবে। এরপর আপনার এনআইডি নম্বর ও জন্ম নিবন্ধনের সাল সেন্ড করতে হবে। এটা করার পর পুনরায় *167# ডায়াল করে 4 ডিজিটের পিন সেট করলেই হয়ে যাবে।

আপনি যদি নিজে এত কিছু করতে না চান তাহলে আপনি নগদ কাস্টমার কেয়ারে ১৬১৬৭ নম্বরে কল দিয়ে তাদেরকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনার পিন কোডটি রিসেট করে নিতে পারেন। এটি পিন কোড রিসেটের খুব সহজ পদ্ধতি।

নগদ ইসলামিক একাউন্ট কি?

মুসলিম সম্প্রদায় সুদ নিয়ে বেশ চিন্তিত থাকেন। তারা চায় না সুদের সাথে সম্পর্কিত কোন লেনদেন যুক্ত থাকতে। কেননা ইসলামে সুদ খাওয়া হারাম। আর মুসলিম এই চিন্তা ধারাকে প্রাধান্য দিয়েই নগদ শুরু করেছে নগদ ইসলামিক একাউন্ট।

এটি সম্পূর্ণ সুদ মুক্ত একটি আর্থিক লেনদেন ব্যবস্থা যেখানে আপনি চাইলে ইসলামিক রীতি মেনে সকল কাজ করতে পারবেন। আপনার যদি একটা নগদ একাউন্ট থাকে তাহলে আপনি সেটিকে নগদ ইসলামিক একাউন্ট হিসেবে পরিবর্তন করে নিলেই হবে।

নগদ অ্যাপ থেকে মাই নগদ এর অ্যাকাউন্ট টাইপ এ ক্লিক করে পিন কোড দিয়ে কনফার্ম করলেই এটি ইসলামিক একাউন্ট হয়ে যাবে। তখন নগদের ইন্টারফেস সবুজ কালারে পরিণত হবে।

নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম

এ আর্টিকেলে এখন আমরা জানবো নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে। নগদ একাউন্ট ব্যালেন্স দেখা একদম সহজ। মোবাইলে *167# এ কল করে যখন তখন নগদ একাউন্ট আপনি দেখে নিতে পারেন।

আরো পড়ুন: ফেসবুকে কত ভিউ কত টাকা - ভিউ বাড়ানোর ১২টি উপায়

প্রথমে মোবাইলে *167# এ কল করে 7 লিখে সেন্ড করে My Nagad এ যেতে হবে। সেখানে নগদের পিন কোড দিয়ে সেন্ড করলে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা যাবে। তো আপনারা বুঝতেই পারছেন নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম কতটা সহজ।

নগদ একাউন্টের সুবিধা গুলো কি কি?

নগদ একাউন্ট থেকে সেন্ট মানি করার নিয়ম সম্পর্কে আমরা জানলাম। এখন জানবো নগদ একাউন্ট এর সুবিধা গুলো কি কি?

  • নগদ অ্যাপ থেকে প্রথম পাঁচ বার সেন্ড মানি করা একদম ফ্রি। কোন হিডেন চার্জও নেই।
  • নগদ একাউন্ট খুলতে তেমন কোন জটিলতা নেই, খুব সহজেই খোলা যায়।
  • নগদ অ্যাপ ব্যবহার খুবই সহজ, কেননা এর সবকিছুই অনেক সুন্দর ভাবে সাজানো গোছানো। সবকিছু সহজেই বোঝা যায়।
  • লেনদেনের ক্ষেত্রে সুদ জিনিসটি মুসলিম সম্প্রদায় এভয়েড করতে চান। এক্ষেত্রে নগদ ইসলামী একাউন্ট সুদ মুক্ত লেনদেনের খুবই ভালো একটি মাধ্যম।
  • নগদে একাউন্ট থাকলে আপনি সহজে ঘরে বসে কোন প্রকার ফি ছাড়া গ্যাস, পানি, বিদ্যুৎ, নেট, টেলিফোন সহ আরো অনেক কিছুর বিল প্রদান করতে পারবেন।
  • নগদে ক্যাশ আউট করতে গেলেও খুব বেশি চার্জ দিতে হয় না।
  • বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, অফার, উপহার ইত্যাদি নগদে দেয়া হয় যা মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সাহায্য করে।

উপসংহার - শেষ কথা

নগদ থেকে সেন্ড মানি করার নিয়ম ও নগদ বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর আপনি একথা মানতে বাধ্য হবেন যে, নগদের একাউন্ট থাকা সবারই দরকার।

কেননা নগদ থেকে সেন্ড মানি করার নিয়ম খুবই সহজ এবং নগদের সুযোগ সুবিধা অনেক। যা কিনা অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না। তাছাড়া নগদের ইসলামিক একাউন্ট মুসলমানদের জন্য খুবই ভালো কারণ এটি সম্পূর্ণ সুদ মুক্ত নিরাপদ একটি আর্থিক লেনদেন। (1219)

নগদ একাউন্ট ওয়েবসাইট লিংক (Click here)

ধন্যবাদ-Thanks.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url