ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি কল করার ২ টি অ্যাপস

ইন্টারনেট এর মাধ্যমে বাটন মোবাইল এবং স্মার্টফোন যে কোন মোবাইল এ ফ্রিতে কল 📞 করতে পারবে। এবং বাংলাদেশে ছাড়াও আরো বিভিন্ন দেশে কথা বলতে পারবে কোন টাকা চার্জ করা হবে না।

image

এছাড়াও ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস করতে পারবেন অন্যান্য মাধ্যমে এবং আলাপ অ্যাপ ডাউনলোড করে। চলুন দেখি ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি কল এবং আরো অন্যান্য সিস্টেম।

সূচিপত্র: ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি কল করার অ্যাপস

(নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন)

অনলাইন ইনকাম

ফ্রি কল এর একটি মাধ্যম Telos.

আপনাদের সহজভাবে বুঝে ফ্রিতে কল এ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বিষয়গুলো ধাপে ধাপে উপস্থাপন করা হচ্ছে। আশা করি ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি কল করার প্রসেস আপনাদের বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। এবং ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি কল বেশ কয়েকটি মাধ্যম জানতে পারবেন।

প্রথম ধাপ: আপনারা ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই অথবা ডাটা চালু করুন। এরপর প্লে স্টোর ব্রাউজারে প্রবেশ করে, Telos লিখে সার্চ করুন।

Telos অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিন. আশা করি এই কাজটি আপনারা খুব সহজে সম্পন্ন করতে পারবে।

দ্বিতীয় ধাপ: Telos অ্যাপসটিতে প্রবেশ করার পর কয়েকটি স্টেপ অতিক্রম করতে হবে এবং একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। আপনি যে নাম্বার দিন ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেই নাম্বারে একটি ও টি পি কোড আসবে ওটিপি করতে বসিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে।

সহজ সমাধান, আপনারা যদি এখনো বুঝতে না পারে তাহলে ইউটিউব থেকে Telos অ্যাপ চালু একটি ভিডিও দেখে নিবেন তাহলে আশা করি আর কোন সমস্যা থাকবে না।

এবং Telos অ্যাপ ছাড়াও আপনারা spytox এর মাধ্যমে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি কল করতে পারবেন। আপনাদের জন্য আরো অন্য উপায় রয়েছে spytox.

ফ্রি কল এর মাধ্যম spytox.

spytox.com ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন খুব সহজেই কোনো প্রকার রেজিস্ট্রেশন করা লাগবে না। তবে ছোট্ট একটা সমস্যা আপনারা দিনে বা 24 ঘন্টায় পাঁচবার কথা বলতে পারবেন এবং প্রতি কলের সময়সীমা দুই মিনিট করে। আপনার যদি আরও বেশি কথা বলতে চান তাহলে গুগল ক্রমে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে বেশি কথা বলতে পারবে।

spytox ব্যবহারের নিয়মাবলী (১) প্রথমে কম্পিউটার বা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিন (২) spytox.com ওয়েব সাইটে প্রবেশ করুন। (৩) এরপর মোবাইলের স্ক্রিনের মতো একটি এরিয়া দেখতে পাবেন সেখানে নাম্বার এবং কান্ট্রি সিলেক্ট করুন আপনি যে দেশে কথা বলতে চাচ্ছেন। (৪) কল বাটনে ক্লিক করুন কিছুক্ষণ পর এমআইসি অনুমতি চাইবে আপনারা allow করে দিবেন। (৫) অল্প কিছু সময়ের মধ্যেই সংযোগ পেয়ে যাবেন।

এছাড়াও আপনারা মাত্র 35 পয়সা মিনিট, খরচ করে আনলিমিটেড কথা বলতে পারবেন যেকোনো নাম্বারে বিস্তারিত নিচে দেওয়া রয়েছে।

আলাপ অ্যাপ ব্যবহারের নিয়ম

বর্তমান সময় রবি, এয়ারটেল, গ্রামীণ এই সকল সিম গুলো কথা বলার জন্য ব্যয়বহুল এবং প্রচুর পরিমাণে টাকা চার্জ করছে। আপনারা মাত্র ৩৫ পয়সা মিনিট আলাপ অ্যাপ কল রেট এ কথা বলতে পারবেন আনলিমিটেড এইরকম একদিন জনপ্রিয় কথা বলার ভয়েস মাধ্যম আলাপ অ্যাপ।

আলাপ অ্যাপ ব্যবহারের নিয়ম খুবই সহজ নিয়ম কানুন সকল শ্রেণীর মানুষ এই অ্যাপসটি ব্যবহার করতে পারবে। এই অ্যাপটি ব্যবহারের জন্য আপনার একটি মোবাইল, একটি সিম, এবং একটি nid card প্রয়োজন হবে।

  • আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে আলাপ অ্যাপ/alaap app লিখে সার্চ করুন
  • এরপর আলাপ অ্যাপ/alaap app (Alaap - BTCL Calling App) ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন
  • alaap app প্রথমে ওপেন করার জন্য আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে খুব সহজে ধাপগুলো অতিক্রম করতে পারবেন।
    • 1. মোবাইল নাম্বার বসান 2. এরপর নিচে টিক মার্ক দিন 3. কন্টিনিউ 4. ওকে
    • এরপর আলাপ অ্যাপ ব্যবহৃত মোবাইল নাম্বারে ৬ সংখ্যা ভেরিফিকেশন কোড আসবে কোডটি বসিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করুন।
    • আইডি কার্ড এর দুই দিক ফন্ট সাইড এবং ব্যাক সাইড স্ক্যান করে আপলোড করতে হবে খেয়াল করুন ওখানে অপশন রয়েছে।
    • সাবমিট করার পর নেক্সট বাটনে ক্লিক করুন।
    • এবার আপনার ফেস এর একটি সেলফি লাগবে ক্যামেরা অন করে চোখ এর পাতা একবার ওঠানামা করুন।
  • এবার সবগুলো পারমিশন অন করে দিন তাহলে আপনার আলাপ একাউন্ট কমপ্লিট
  • এখন বিকাশ অথবা নগদ থেকে রিচার্জ করে কথা বলুন আলাপ অ্যাপ কল রেট ৩৫ পয়সা মিনিট।

আশা করি আপনারা আলাপ একাউন্ট খুলে খুব সহজেই কথা বলতে পারবেন এবং আপনাদের দীর্ঘ সময় কথা বলার খরচ/ব্যয় অনেক কমে যাবে।

আলাপ অ্যাপ ডাউনলোড

আলাপ অ্যাপ কল রেট ৩৫ পয়সা মিনিট কথা বলতে আলাপ অ্যাপ ডাউনলোড লিংকে ক্লিক করুন

উপরে আলাপ অ্যাপ/Alaap App ডাউনলোড লিংক দেওয়া আছে এবং প্রথমবার ওপেন করা পদ্ধতি/সিস্টেম সম্পর্কে উপস্থাপন করা হয়েছে।

মোবাইলে ফ্রি এসএমএস

আপনারা উপরের Telos, spytox, Alaap App এই সকল সফটওয়্যার গুলো মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে ফ্রি এসএমএস করতে পারবেন। অ্যাপ গুলো ওপেন করার পর এসএমএস এর সিস্টেমগুলো পেয়ে যাবেন।

আরো পড়ুন: ফেসবুকে কত ভিউ কত টাকা - ভিউ বাড়ানোর ১২টি উপায়

এছাড়াও অনলাইনে ফ্রি এসএমএসে অনেক ওয়েবসাইট রয়েছে আপনাদের সুবিধার্থে আপনারা ব্যবহার করবেন। এছাড়াও আপনারা bd go sms portal রেজিস্ট্রেশন করে ফ্রিতে এসএমএস করতে পারবেন। সার্চ করুন bd go sms portal এরপর রেজিস্ট্রেশন করে নিন।

উপসংহার

বর্তমান সময়ে কল রেট বেশি হওয়ার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হয়, সেজন্য আপনারা দেশে এবং দেশের বাইরে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি কল এবং আলাপ অ্যাপ ডাউনলোড করে ৩৫ পয়সা মিনিট কল রেট এ অল্প খরচে কথা বলতে পারবেন।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url