বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে মিস ওয়ার্ল্ড

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (Miss World Bangladesh) বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে আপনারা অনেকেই জানতে আগ্রহী। এই আর্টিকেলটিকে বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে? তা উল্লেখ করা হয়েছে এবং সুন্দরী মেয়েদের পিক। হয়তো আপনার পছন্দের নায়িকাগুলো রয়েছে চলুন দেখে নেওয়া যাক।

image

সূচিপত্র: বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে?

(নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন)

প্রায় দেশেই মেয়েদের সৌন্দর্যের প্রতিযোগিতার আয়োজন করা হয়। (Miss World) এই অনুষ্ঠানটি কয়েকটি দেশ মিলে হতে পারে আবার নিজ দেশের মেয়েদেরকে নিয়ে ও হতে পারে। ঠিক তেমনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪ অনুষ্ঠান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে তা নিয়ে নিচে আলোচনা করা হয়েছে এবং সুন্দরী মেয়েদের পিক দেওয়া হয়েছে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪ (Miss World Bangladesh)

বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে? এই পয়েন্টে ক্লিয়ার করার জন্য দুটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। মিস ওয়ার্ল্ড এবং বাংলাদেশের সুন্দরী মেয়ে দুটি পয়েন্ট আলাদা। যে সকল মেয়েরা Miss World অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের মধ্যে থেকে একজনকে সর্বোচ্চ সুন্দরী হিসেবে নির্বাচন করা হয়। যারা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অবশ্যই তারা বাংলাদেশের সুন্দরী মেয়ে।

কিন্তু যে সকল বাংলাদেশের সুন্দরী মেয়েরা অংশগ্রহণ করেনি তারা তো অবশ্যই বাংলাদেশের সুন্দরী মেয়ে। হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে আসেনি কিংবা সুন্দরীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি আবার হতে পারে তারা ধর্মীয় নীতি নৈতিকতার কারণে এইসব প্ল্যাটফর্ম গুলোতে আসতে চায় না ইত্যাদি।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪ সালে একটি অনুষ্ঠান করা হয় সেখানে শাম্মি ইসলাম নীলা (Shammi islam neela) নামের একজন বাংলাদেশী মেয়ে প্রথম স্থানে জায়গা করে নেয়। আপনার হয়তো নীলা আপুকে অনেকেই চিনেন। সোশ্যাল মিডিয়াতে তার অনেক আলোচনা।

বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে?

২০২৪ সালের বাংলাদেশে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শাম্মি ইসলাম নীলা আপুকে সুন্দরী হিসেবে নির্বাচিত করা হয়। নীলা আপু অবশ্যই সুন্দরী কিন্তু বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে?

সুন্দরীদের শীর্ষে থাকা মেয়েদের নাম নিচে উল্লেখ করা হলো আপনারা এই আপুদেরকে খুব ভালো করে চিনেন। বাংলাদেশের সুন্দরী মেয়েদের নাম ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। আশা করি বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে নিচের পয়েন্ট গুলো থেকে উত্তর পেয়ে যাবেন।

শাম্মি ইসলাম নীলা (Shammi islam neela)

image

আপনারা হয়তো শাম্মি ইসলাম নীলা আপুকে অনেকেই চেনেন তিনি প্রফেশনালি টিকটক করেন এবং বিভিন্ন কোম্পানির মডেলিং করেন। শাম্মি ইসলাম নীলার বাসা বরিশাল তিনি ঢাকায় থাকেন। শাম্মি ইসলাম নীলা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করেন সেভেন সেমিস্টার চলছে। বয়স ২৩ + শাম্মি ইসলাম নীলার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল মিস ওয়ার্ল্ড হওয়ার। তার আশা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ।

অগ্নিলা ইকবাল (Agnila iqbal)

iamge

অগ্নিলা ইকবাল একজন জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল। তিনি নাটক এবং বিভিন্ন টিভি শো-তে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছেন। তার অভিনয়ের জন্য তিনি দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত।

আরো পড়ুন: মিয়া খলিফার জীবন ইতিহাস সকল তথ্য ও ফেসবুক আইড আপনি কি মিয়া খলিফাকে চেনেন?

অগ্নিলা ইকবালের বর্তমান বয়স ৩৪ + হাইট ৫ ফুট ৬ ইঞ্চি তিনি ইস্টার্ন কমার্স কলেজিয়েট ইনস্টিটিউট এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি কানাডায় থাকাকালীন একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কারও পেয়েছেন।

পরিমনি (Porimoni)

image

পরীমনি একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি ২৪ অক্টোবর ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন জন্মস্থান সাতক্ষীরা। পরীমনি ছোট্ট অবস্থায় তার বাবা-মা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পরিমনি পিরোজপুর দাদা দাদির কাছে চলে আসে সেখানেই তার বড় হওয়া।

বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে? আপনারা জানতে চান উত্তর (পরীমনি) তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ওজন ৫৬ কেজি +/- এবং শারীরিক মাপ ৩৪. ২৫.৩৪ ইঞ্চি। তার সুন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে দেখে সেই ক্রাশ খায়। (মাশাআল্লাহ) আপুর যেন নজর না লাগে। আপুর জন্য আমরা সকলেই হায়াতে তাইয়েবা কামনা করি।

পরীমনি ২০১১ সালে মডেলিং এর মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন এবং তিনি একটি চলচ্চিত্র অভিনয় করেছেন (ভালোবাসা সীমাহীন) এই সিনেমাটি ছিল পরিমনির প্রথম সিনেমা। পরীমনি বেশ কিছু সিনেমা করেছেন তার মধ্যে কয়েকটি সিনেমা হল রানা প্লাজা, ধূমকেতু এবং স্বপ্নজাল এই সিনেমাগুলো একটু বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং খ্যাতি অর্জন করেছে। তবে তার প্রথম সিনেমাটা ২০১৫ সালে মুক্তি পেয়েছিল।

২০২১ সালে তিনি একবার গ্রেফতার হয়েছিলেন বিষয়টি সোশ্যাল মিডিয়াম ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবং পরিমনির বেশ কয়েকবার বিয়ে হয়েছিল বর গুলোর নাম হল ইসমাইল হোসেন, ফেরদৌস কবির সওরভ, তামিম হাসান, কামরুজ্জামান রনি, এখন পরীমনি শরিফুল রাজ এর সাথে সংসার করছেন তার একটি সন্তান রয়েছে যার নাম শাহীম মোহাম্মদ রাজ্য।

সুন্দরী মহিলাদের তালিকা

আপনার আমার আমাদের সকলের পছন্দে সুন্দরী নায়িকা গুলোর তালিকা। বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে? এই কথা বললে এই নামগুলো সবার আগে চলে আসে।

আরো পড়ুন: অরগাঞ্জা শাড়ির দাম ও আড়ং শাড়ি দাম

  • পরিমনি (Porimoni)
  • শাম্মি ইসলাম নীলা (Shammi islam neela
  • অগ্নিলা ইকবাল (Agnila iqbal)
  • উম্মে আহমেদ শিশির (Umme Ahmed Shishir)
  • জয়া আহসান (Jaya Ahsan)
  • নুসরাত ফারিয়া (Nusrat Faria)
  • জান্নাতুল ফেরদৌস ঐশী (Jannatul ferdous oishee)
  • বিদ্যা সিনহা মিম (Bidya sinha mim)
  • মেহেজাবিন চৌধুরী (Mehjabin Chowdhury)
  • সাদিয়া আয়মান (Sadia Ayman)
  • তিশা (Tisha)
  • তটিনী (totini)
  • পূজা চেরি (puja cherry)

একটা একটা করে নায়কা গুলো পরিচয় তুলে ধরলে আর্টিকেলটি অনেক বড় হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই নায়িকাগুলোর পরিচয় জানেন, কেননা এই নামগুলো খুব পরিচিত।

উপসংহার - শেষ কথা

আশা করি বাংলাদেশের বিশ্ব সুন্দরী কে? তা জানতে পেরেছেন এবং তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪ (Miss World Bangladesh) শাম্মি ইসলাম নীলার সম্পর্কে হয়তো আপনারা অবগত আছেন। এছাড়াও বাংলাদেশের সুন্দরীদের নাম ও বেশ কয়েকটি সুন্দরী মেয়েদের পিক তুলে ধরা হয়েছে।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url