টপ বটম মানে কি ২ টির উদাহরণসহ উত্তর

টপ এবং বাটন tpo & bottom. টপ মানে উপরে এবং বাটন মানে নিচে। এছাড়াও মেয়েদের পোশাক সহ আরো বেশ কিছু বিষয় টপ বাটন শব্দটি ব্যবহার করা হয়। এই কনটেন্টটিতে টপ বাটন মানে কি? সে সম্পর্কে আলোচনা থাকছে। আশা করি আপনারা টপ বটম মানে কি? এ প্রশ্নের সঠিক উত্তর পেতে চলেছেন।

image

সূচিপত্র: টপ বটম মানে কি?

টপ মানে কি?

প্রথমেই আমরা টপ সম্পর্কে জানব এরপর বটম সম্পর্কে। টপ top কথাটির অর্থ হলো উপরে। শেয়ার মার্কেট/বাণিজ্যিক ক্ষেত্রে টপ শব্দটি ব্যবহার করা হয়। তাদের এক বছরের অর্থ একত্রিত আইকে Top Line of the company বলে, আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও

ছাদে রড বিছানোর সময় রাজমিস্ত্রি টপ শব্দটি ব্যবহার করে। চিত্রটিতে লক্ষ করুন, নিচের দিকে রড আছে এবং উপরের দিকে রড আছে, উপরের বাঁকানো রড কে টপ বলে। আশা করি টপ শব্দের ব্যবহার বুঝতে পারছেন।

image

এবং মেয়েদের পোশাকের ক্ষেত্রে টপ শব্দটি বাংলাদেশে খুবই কম ব্যবহার করা হয়। অন্যান্য দেশে টপ শব্দটি ব্যবহার বেশি হয় যেমন: US, UK বিভিন্ন দেশে মেয়েদের পোশাকের উপরের অংশকে টপ বলে।

আরো পড়ুন: ব্রা সাইজ মাপার ১০০% সঠিক নিয়ম ও All Cup নাম্বার সহ পিক

এছাড়াও স্কুলে রেজাল্টের ক্ষেত্রে কোন স্টুডেন্ট সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হলে সেই রেজাল্ট কে টপ রেজাল্ট বলে।

এভাবে মানুষের প্রয়োজন ঊর্ধ্বগতি বা উপরে/বৃদ্ধি এ রকম ক্ষেত্রে টপ শব্দটি ব্যবহার করা হয়। আশা করি টপ শব্দের উত্তর পেয়েছেন। এবার বটম মানে কি? চলুন জেনে নেওয়া যাক।

বটম মানে কি?

(বটম মানে নিচ) মেয়েদের পোশাকে নিচের অংশকে বোঝাতে বটম শব্দটি ব্যবহার করা হয়, যেমন পায়জামা। এবং বিজনেস/বাণিজ্য ক্ষেত্রে একটি কোম্পানি এক বছরে যত টাকা আয় করে, এবং আয় থেকে খরচ/ব্যয় বাদ দিয়ে যে টাকা/অর্থ পাই এটাকে Bottom Line বলে।

বটম battom বলতে আরো যে সকল অর্থ প্রকাশ করে, চলুন জেনে নেওয়া যাক।

সাগরের তলদেশ, আপনারা অনেকেই জানেন সাগরের তলে অনেক কিছু রয়েছে। সাগরের নিচের অংশে যেগুলো রয়েছে সেগুলো সাগরে বটম অংশ।

আপনারা জানেন সমুদ্রে জাহাজ চলাচল করে, কিন্তু জাহাজের বেশ কিছু অংশ রয়েছে এবং অংশগুলোর এক একটা ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেমন: বাল্কহেড, রডার, ফ্রেম, কার্গো হোল্ডস, হপার ট্যাঙ্ক, ডাবল বটম, বাসস্থান, প্রপেলার, গার্ডার, কফার্ডাম, সাইড শেল ইত্যাদি।

তেমনি জাহাজে যে অংশটুকু পানির নিচে ডুবে থাকে বা নিচের অংশকে বটম battom বলে। আশা করি বটম মানে কি? উত্তর পেয়েছেন।

এছাড়াও কম গুরুত্বপূর্ণ অংশ, চেয়ারের নিচে অংশ যেখানে আমরা বসি, নদীর তলদেশ ইত্যাদি অংশগুলোকে বটম শব্দ দিয়ে প্রকাশ করা হয়।

টপ বটম মানে কি?

টপ মানে উপরে এবং বট মানে নিচে. কিন্তু একত্রে টপ বটম মানে কি? বোঝানোর জন্য সবচেয়ে সহজ একটি উদাহরণ মেয়েদের পোশাক। কিন্তু টপ একটি শব্দ এবং বটম একটি শব্দ. দুটো কখনো এক না, এটা অবশ্যই মনে রাখতে হবে। ভিন্ন ভিন্ন শব্দ এবং অর্থ প্রকাশ করে আলাদা আলাদা, আশা করি আপনারা টপ এবং বটম দুটি শব্দের ব্যবহার এবং অর্থ প্রকাশ বুঝতে পেরেছেন।

উপসংহার

টপ মানে উপরে এবং বটম মানে নিচে এতোটুকু মনে রাখলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, ব্যবসায়ী, নিজ নিজ প্লাটফর্ম থেকে টপ, বটম top & battom শব্দের সঠিক ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url