স্মার্টফোন কে আবিষ্কার করেন
বর্তমান সময় স্মার্টফোনের গুরুত্ব আমাদের জীবনে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের মনে অনেকের অনেক প্রশ্ন: স্মার্টফোন কে আবিষ্কার করেন , কত সালে আবিষ্কার করেন, আইবিএম সাইমন (IBM Simon), মার্টিন কুপার (Martin Cooper), Motorola Dyna TAC 8000X, মোবাইল ফোনের ইতিহাস ইত্যাদি বিষয়ে জানতে চাই।
এই আটিকেলটিতে আপনাদেরকে এই সমস্ত বিষয় স্মার্টফোন কে আবিষ্কার করেন এবং কখন কোথায় কিভাবে নাম ঠিকানা ইত্যাদি বিষয়ে জানাবো ইনশাআল্লাহ।
নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন
সূচিপত্র: স্মার্টফোন কে আবিষ্কার করেন? মোবাইল ফোনের ইতিহাস
- স্মার্টফোন কে আবিষ্কার করেন
- প্রথম মোবাইল ফোনের আবিষ্কার ও স্মার্টফোন
- স্মার্টফোনের উন্নয়নে ভূমিকা রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিরা
- আইবিএম সাইমন (IBM Simon) এবং মার্টিন কুপার (Martin Cooper)
- মোবাইল ফোনের ইতিহাস
- উপসংহার - শেষ কথা
স্মার্টফোন কে আবিষ্কার করেন - স্মার্টফোনের আবিষ্কার
স্মার্টফোনের আবিষ্কার আই,বি,এম সাইমন (IBM Simon) ১৯৯২ সালে সাইমন পার্সোনাল কমিউনিকেটর ( Simon Personal Communicator ) এই নামে একটি ডিভাইস বের করে এবং সাইমন পার্সোনাল কমিউনিকেটর ডিভাইসটি বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে বিবেচিত করা হয়।
এখানে দুইটি পয়েন্ট আউট করা যায় (এক) স্মার্টফোন কে আবিষ্কার করেন? আই,বি,এম সাইমন। (দুই) বিশ্বের প্রথম স্মার্টফোন ডিভাইস, সাইমন পার্সোনাল কমিউনিকেটর ( Simon Personal Communicator ).
আইবিএম সাইমনের প্রথম স্মার্টফোন আবিষ্কার (সাইমন পার্সোনাল কমিউনিকেটরের) বৈশিষ্ট্য গুলো হল:
- ১৯৯২ সালে (কমডেক্স প্রদর্শনী) এবং এই ডিভাইসটি বাজারে আসে ১৯৯৪ সালে।
- সাইমন পার্সোনাল কমিউনিকেটর (SPC) স্মার্টফোনটিতে ফিচার হিসেবে যেগুলো ছিল তা হল👇
- টাচস্ক্রিন
- অ্যাড্রেস বুক
- ক্যালেন্ডার
- অ্যাপয়েন্টমেন্ট শিডিউলার
- ইমেল
- ফ্যাক্স
- এবং গেমস
- সাইমন পার্সোনাল কমিউনিকেটর ( Simon Personal Communicator ) DOS এর উপর ভিত্তি করে পরিচালনা করা হতো।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে DOS মানে কি? DOS মানে ডিক্স অপারেটিং সিস্টেম এটি প্রাথমিক অপারেটিং সিস্টেম যা মূলত আই,বি,এম কম্পিউটারের জন্য ১৯৮০ এর দশকে ব্যবহার করা হতো।
ডিক্স অপারেটিং সিস্টেম (DOS) এর বৈশিষ্ট্য হল
- কমান্ড লাইন ইন্টারফেস (CLI)
- ফাইল সিস্টেম
- একক কাজ করতে সক্ষম একসাথে একাধিক কাজ করতে সক্ষম না।
- সহজ এবং লাইট ওয়েট
আশা করি স্মার্টফোন কে আবিষ্কার করেন এবং ডিভাইসটির সাধারণ প্রাসঙ্গিক বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার। এ পয়েন্টগুলো জানা দরকার কারণ বিভিন্ন চাকরির পরীক্ষার সহ বিভিন্ন প্রয়োজনে দরকার হয়।
প্রথম মোবাইল ফোনের আবিষ্কার ও স্মার্টফোন
স্মার্টফোন কে আবিষ্কার করেন তা জানলেন কিন্তু স্মার্টফোনের আগে মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এই প্রযুক্তি গুলো ক্রোম অনুসারে ধাপে ধাপে উন্নতির দিকে এভাবেই এগিয়ে যাচ্ছে।
প্রথম মোবাইল ফোন আবিষ্কারক করেন মার্কিন কুপার। এই বিখ্যাত ব্যক্তি বিশ্বে প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন। তিনি মটরললা (Motorola) কোম্পানির একজন প্রকৌশলী ছিলেন।
মার্কিন কুপার ৩ এপ্রিল ১৯৭৩ সালে প্রথম মোবাইল ফোনে কল করেন তার বন্ধুকে। তার বন্ধু ছিলেন AT&T কোম্পানির প্রকৌশলী। এবং এই ডিভাইসটির নাম ছিল Motorola DynaTAC 8000X. অনেকেই জানতে চাই বিশ্বের প্রথম মোবাইল ফোনের নাম।
আপনি যদি না জেনে থাকেন স্মার্টফোন কে আবিষ্কার করেন, বিশ্বের প্রথম মোবাইল ফোন, মোবাইল ফোন আবিষ্কারকের নাম ইত্যাদি এই তথ্যগুলো জেনে আপনি নিশ্চয়ই আনন্দিত হবেন। এবং Motorola DynaTAC 8000X মোবাইল ফোনটি ১৯৭৩ সালের প্রথম কথা বলে পরীক্ষা করা হয়। ১৯৮৩ সালে বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করার জন্য বের করা হয়।
Motorola DynaTAC 8000X মোবাইল ফোনটির বৈশিষ্ট্য
- ওজন ছিল প্রায় ২.৫ পাউন্ড (১.১ কেজি)
- লম্বা ছিল ১০ ইঞ্চির বেশি
- এই মোবাইলটিতে একবার সার্চ করে ৩০ মিনিট কথা বলার সমপরিমাণ চার্জ সরবরাহ করতো।
বিশ্বের প্রথম Motorola DynaTAC 8000X মোবাইল ফোনের দাম ছিল ৩৯৯৫$ ডলার একবার ভেবে দেখুন এই মোবাইল ফোনটির সে সময় কত দাম ছিল। বাংলাদেশী টাকায় প্রায় ৪ লক্ষ + টাকা।
স্মার্টফোনের উন্নয়নে ভূমিকা রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিরা
আজকের ইনফরমেশন টেকনোলজি প্রযুক্তির উন্নতির পিছনে রয়েছে কিছু ব্যক্তি এবং কোম্পানি যে ব্যক্তি গুলোর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এতদূর পৌঁছেছি। চলুন সে ব্যক্তি গুলো এবং কোম্পানিগুলোর নাম জেনে নিন।
- আইবিএম (IBM): সাইমন পার্সোনাল কমিউনিকেটরের জন্য।
- রিসার্চ ইন মোশন (RIM): ব্ল্যাকবেরি স্মার্টফোনের জন্য।
- অ্যাপল (Apple): আইফোনের জন্য স্টিভ জবস এবং তার টিম।
- গুগল (Google): অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য।
আপনারা হয়তো অনেকেই অ্যাপল এবং গুগল সম্পর্কে জানেন কিন্তু আইবিএম এবং রিসার্চ ইন মোশন অনেকেই কম জানে। সুতরাং, স্মার্টফোনের আবিষ্কার কোন একক ব্যক্তির কৃতিত্ব নয় বরং এটি প্রযুক্তির ধারাবাহিক উন্নয়নের ফল।
আইবিএম সাইমন (IBM Simon) এবং মার্টিন কুপার (Martin Cooper)
আইবিএম সাইমন (IBM Simon)
'Simon Personal Communicator' ডিভাইসটির প্রধান প্রকৌশলী ছিলেন IBM Simon. এটি ছিল প্রথম ডিভাইস। এই ডিভাইসটিতে ফোন কল করার পাশাপাশি ইমেল, ফ্যাক্স, এবং পিডিএ (Personal Digital Assistant) ফিচার সরবরাহ করেছিল আইবিএম সাইমন।
আরো পড়ুন: ফেসবুকে লাইক দিয়ে টাকা ইনকাম করার ৪ টি ওয়েবসাইট
মার্টিন কুপার (Martin Cooper)
মোবাইল ফোনের প্রথম আবিষ্কারক হিসেবে ধরা হয় মার্টিন কুপারকে। তিনি Motorola কোম্পানির একজন প্রকৌশলী ছিলেন। ৩ এপ্রিল, ১৯৭৩ সালে কুপার প্রথম মোবাইল ফোন কল করেন।
আপনি যদি উপরে লিখাগুলো পড়ে থাকেন তাহলে স্মার্টফোন কে আবিষ্কার করেন এবং তার সঙ্গে পয়েন্টগুলো জেনে গেছেন।
মোবাইল ফোনের ইতিহাস
প্রযুক্তির উন্নতি যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা পেছনের ইতিহাস গুলো অনেকেই জানিনা। ১৯৪০ সাল থেকে বর্তমান সময়ের ইতিহাস নিচে দেওয়া হল।
১৯৪০-এর দশক: প্রথম মোবাইল যোগাযোগ ব্যবস্থার ধারণা উদ্ভাবিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন সেনাবাহিনী রেডিও টেলিফোন ব্যবহার শুরু করে। এরপরে
১৯৪৬: AT&T প্রথম বাণিজ্যিক মোবাইল টেলিফোন সার্ভিস (MTS) চালু করে। এটি একটি কার ফোন সার্ভিস ছিল, যেখানে মোবাইল ফোনের পরিবর্তে গাড়ির রেডিও এবং টেলিফোন ব্যবস্থার সংমিশ্রণ ছিল।
১৯৬৫: প্রথম হ্যান্ডহেল্ড মোবাইল ফোনের ধারণা প্রস্তাবিত হয়। তবে, এটি বাণিজ্যিকভাবে সম্ভব হয়নি তখনকার প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে। উন্নতির ১৯৭০ সাল
১৯৭০ এর দশক: Motorola এবং Bell Labs বিভিন্ন পরীক্ষামূলক মোবাইল ফোন সিস্টেম নিয়ে কাজ শুরু করে।
১৯৮০ এর দশক: প্রথম জেনারেশন (1G) মোবাইল ফোন নেটওয়ার্ক চালু হয়, যা এনালগ সিগন্যাল ব্যবহার করে। আমরা জানতে পারলাম ১৯৪০ সাল থেকে শুরু করে ১৯৮০ সালে 1G মোবাইল ফোন নেটওয়ার্ক পেয়েছে।
১৯৯০ এর দশক: দ্বিতীয় জেনারেশন (2G) মোবাইল ফোন নেটওয়ার্ক চালু হয়, যা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে এবং এসএমএস (SMS) এবং ডাটা সার্ভিস সরবরাহ শুরু করে।
২০০০ এর দশক: তৃতীয় জেনারেশন (3G) মোবাইল ফোন নেটওয়ার্ক চালু হয়, যা উচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং এবং ভিডিও কলিং সক্ষম করে। 1G, 2G, 3G এভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং ২০১০ সালে 4G চালু হয়।
২০১০ এর দশক: চতুর্থ জেনারেশন (4G) মোবাইল ফোন নেটওয়ার্ক চালু হয়, যা আরো উচ্চ গতির ডাটা ট্রান্সমিশন এবং HD ভিডিও স্ট্রিমিং সম্ভব করে তোলে।
এবং বর্তমানে: পঞ্চম জেনারেশন (5G) মোবাইল ফোন নেটওয়ার্ক চালু হয়েছে, যা উচ্চ গতির ডাটা ট্রান্সমিশন, নিম্ন ল্যাটেন্সি, এবং উন্নত নেটওয়ার্ক সক্ষমতা প্রদান করছে।
আলহামদুলিল্লাহ, আপনার এই পুরনো ইতিহাসগুলো যেন নিশ্চয়ই আনন্দিত হবেন। কেননা আমরা যখন আমাদের পূর্বে পুরনো ইনফরমেটি তথ্য গুলো জানতে পারি তখন অনেক ভালো লাগে।
উপসংহার - শেষ কথা
প্রথম মোবাইল ফোন আবিষ্কারক মার্টিন কুপার থেকে শুরু করে স্মার্টফোন কে আবিষ্কার করেন এবং প্রতিষ্ঠান ব্যাক্তি ইতিহাস সহ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে আশা করি স্মার্টফোন কে আবিষ্কার করেন সে সম্পর্কে আপনার আর কোন প্রশ্ন থাকবে না। এবং আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পেরেছেন।
ধন্যবাদ-Thanks
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url