সাদা স্রাব হলে কি ক্ষতি হয় ১০০% নিশ্চিত হয়ে নিন

সাদা স্রাব হলে কি ক্ষতি হয়? এই বিষয়টি নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে এবং আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে কারণ অনেকে মনে করে সাদা স্রাবের কারণে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে ইত্যাদি। লিউকোরিয়া বা সাদা স্রাব হলে কি ক্ষতি হয় ১০০% নিশ্চিত হয়ে নিন এই আর্টিকেলটি পড়ে।

image

লজ্জার কারণে অনেক মেয়েরাই এই বিষয়গুলো বলতে চাই না এবং কারো সাথে আলোচনা করতে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। সেজন্য এই আর্টিকেলটিতে সাদা স্রাবের প্রয়োজনীয় সব পয়েন্টগুলো দিয়ে সাজানো হয়েছে লিউকোরিয়া বা সাদা স্রাব হলে কি ক্ষতি হয় এই বিষয়টি ক্লিয়ার করার জন্য নিচে প্রয়োজনীয় সব পয়েন্ট গুলো দেওয়া হল আশা করি আপনি সঠিক স্বচ্ছ একটি স্ট্রং ধারণা অর্জন করবেন।

(নিচের যে অংশ থেকে পড়তে চান ক্লিক করুন)

সূচিপত্র: সাদা স্রাব হলে কি ক্ষতি হয়? ১০০% নিশ্চিত হয়ে নিন

লিউকোরিয়া বা সাদা স্রাব কি?

মেয়েদের আয়রন সমৃদ্ধ খাবার এবং অন্যান্য পুষ্টিকর খাবারগুলোর দিকে নজর দেওয়া উচিত। কারণ মেয়েদের যখন বয়ঃসন্ধিকাল শুরু হয় তারপর থেকে শরীরে নির্দিষ্ট সময় যৌন-পথের মধ্য দিয়ে সাদা স্রাব, অতিরিক্ত সাদা স্রাব, ধূসর স্রাব, সবুজ স্রাব, সবুজে-ভাব স্রাব, হলুদ স্রাব, লালচে স্রাব, বের হয়।

তবে সাদা স্রাব হলে দুশ্চিন্তা কোন কারণ নেই, কিন্তু আপনার স্রাবের যদি রং পরিবর্তন হয় এবং দুর্গন্ধ ছড়ায় তাহলে আপনাকে সচেতন হতে হবে কারণ আপনার যৌনাঙ্গে জীবাণু আক্রমণ ঘটেছে, আপনার উচিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া।

সাদা স্রাব হলে কি ক্ষতি হয়?

সাদা স্রাব হলে দুশ্চিন্তা কোন কারণ নেই বরং সাদা স্রাব আপনার জন্য ভালো কারণ সাদা স্রাবের সাথে যৌন-পথের জীবাণুগুলো বের হয়ে যায়। শুধু তাই না অন্যান্য ব্যাকটেরিয়া গুলো ধ্বংস করে দেয়। আবার অনেকেই যৌন-পথে সুগন্ধি যুক্ত সাবান সহ অনেক কিছু ব্যবহার করে কিন্তু এগুলো ব্যবহার করা উচিত না।

আপনার উচিত যৌন-পথের উপর সাধারণ একটা সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া এবং সুতির একটি আন্ডার-বাস ব্যবহার করা এছাড়াও খেয়াল রাখবেন ঢিলেঢালা পায়জামা ব্যবহার করার। (তবে প্রত্যেক মেয়েকে UTI বা ইউরিন ইনফেকশন সম্পর্কে সচেতন থাকা উচিত)

বিশেষ করে পাতলা মহিলারা বলে আমার সাদা স্রাবের কারণে শরীর শুকিয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, ইত্যাদি। আসলে এটি ভুল ধারণা সাদা স্রাব আপনার শরীরের কোন ক্ষতি করে না। তবে সাদা স্রাবের পরিমাণ কম বেশি হতে পারে ২ থেকে ৫ মি.লি (+ অথবা -) পর্যন্ত। অতিরিক্ত হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত তবে গর্ব অবস্থায় একটু বেশি হতে পারে এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই।

স্রাব কয় প্রকার ও কি কি?

স্রাব নিয়ে দুশ্চিন্তার অবশ্যই কারণ রয়েছে তার আগে আপনাকে বেশ কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। স্রাব কয় প্রকার ও কি কি? কোন স্রাব হলে কি সমস্যা হতে পারে। নিচে পয়েন্টগুলো দেওয়া হল আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

  • সাদা স্রাব
  • অতিরিক্ত সাদা স্রাব
  • সাদা রঙের চাকা চাকা স্রাব*
  • ধূসর স্রাব*
  • সবুজ স্রাব*
  • সবুজে-ভাব স্রাব*
  • হলুদ স্রাব*
  • লালচে স্রাব*

সাদা স্রাব, অতিরিক্ত সাদা স্রাব, স্রাবের ঘনত্ব একেক সময় একেক রকম হতে পারে কখনো কম কখনো বেশি কখনো বা হালকা আঠালো আবার অনেক সময় কুসুমের সাদা অংশের মতো ইত্যাদি। কিন্তু স্বাভাবিক স্রাবে কোনো দুর্গন্ধ থাকে না। এটা অবশ্য আপনাদের মনে রাখতে হবে যদি আপনার স্রাবে দুর্গন্ধ পান তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন।

উপরে উল্লেখিত (* চিহ্নিত) ছয়টি স্রাব হলে আপনার দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।

লজ্জা, কিংবা অবহেলা না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন দুশ্চিন্তা করবেন না আপনি যদি ওষুধ প্রয়োগ শুরু করেন তাহলে ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই সমস্যা চলাকালীন সময় সহবাস থেকে বিরত থাকুন।

আরেকটি বিষয় যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের যৌন-পথ দিয়ে অল্প পরিমাণও কোনরকমের সাদা, ধূসর, সবুজ, কিংবা লালচে কোন কিছু বের হয় তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে দেরি করলেন না।

যোনিপথ সুস্থ রাখার উপায়

মজার বিষয় যৌন-পথ পরিষ্কার-পরিচ্ছন্ন স্বচ্ছ রাখার জন্য আপনাকে আলাদা করে কোন পদক্ষেপ গ্রহণ করা লাগবে না। যৌন-পথ নিজে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তবে আপনি যৌন-পথ উপর সাধারণ একটি সাবান দিয়ে পরিষ্কার করে নিবেন এবং ভিজে ভাব যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন এছাড়াও কাপড় পরিধান করার সময় ঢিলেঢালা কাপড় পরিধান করবেন।

আপনারা অলসতা না করে নিয়মিত ভায়া (VIA) পরীক্ষা করবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করা থেকে বিরত থাকুন। এছাড়াও আপনাদের মাঝে অনেকেই অনেক কিছু ব্যবহারের পরামর্শ দেয় সেগুলোর ব্যবহারে খুব খুব সতর্কতা অবলম্বন করা উচিত।

সাদা স্রাব হলে কি ক্ষতি হয়? কিছু প্রশ্ন এবং উত্তর;

সাদা স্রাব হলে কি ক্ষতি হয়?

(উত্তর, না) সাদা স্রাব হলে দুশ্চিন্তা কোন কারণ নেই বরং সাদা স্রাব আপনার জন্য ভালো কারণ সাদা স্রাবের সাথে যৌন-পথের জীবাণুগুলো বের হয়ে যায়। শুধু তাই না অন্যান্য ব্যাকটেরিয়া গুলো ধ্বংস করে দেয়।

সাদা স্রাব কি প্রেগনেন্সির লক্ষণ?

(উত্তর, না) প্রেগনেন্সি ছাড়াও মেয়েদের সাদা স্রাব বের হয় তবে গর্ভধারণ করলে সাদা স্রাবের মাত্রা একটু বৃদ্ধি পায়।

কেমন স্রাব হলে চিকিৎসা নেওয়া উচিত?

সাদা রঙের চাকা চাকা স্রাব* ধূসর স্রাব* সবুজ স্রাব* সবুজে-ভাব স্রাব* হলুদ স্রাব* লালচে স্রাব* এই ৬ ধরনের স্রাব, এছাড়াও যেকোনো ধরনের (স্রাব থেকে দুর্গন্ধ পেলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।)

যোনিপথ পরিষ্কার করার সঠিক নিয়ম কি?

যৌন-পথ পরিষ্কার-পরিচ্ছন্ন স্বচ্ছ রাখার জন্য আপনাকে আলাদা করে কোন পদক্ষেপ গ্রহণ করা লাগবে না। যৌন-পথ নিজে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তবে আপনি যৌন-পথ উপর সাধারণ একটি সাবান দিয়ে পরিষ্কার করে নিবেন এবং ভিজে ভাব যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন এছাড়াও কাপড় পরিধান করার সময় ঢিলেঢালা কাপড় পরিধান করবেন।

কি পরিমাণ স্রাব হওয়া স্বাভাবিক?

২ থেকে ৫ মি.লি (+ অথবা -) স্রাব হওয়া স্বাভাবিক।

সাদা স্রাব গন্ধ হয় কেন?

(জীবাণুর আক্রমণের জন্য) যদি আপনার সাদা স্রাব গন্ধ হয় তাহলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।

সাদা স্রাব বন্ধ করার উপায় বা সাদা স্রাব কি খেলে ভালো হয়?

আপনার সাদা স্রাব বন্ধ করার প্রয়োজন নেই, এছাড়াও সাদা স্রাব আপনার জন্য ক্ষতিকর না বরং আপনার জন্য ভালো তবে আপনার স্রাব গন্ধ ছড়াচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন।

অতিরিক্ত সাদা স্রাব হলে কি হয়?

২ থেকে ৫ মি.লি (+ অথবা -) স্রাব হওয়া স্বাভাবিক কিন্তু গর্ভধারণের সময় সাদা স্রাব একটু বেশি হতে পারে তবে অন্যান্য সময় অতিরিক্ত সাদা স্রাব হলে চিকিৎসকের পরামর্শ নিন।

উপসংহার - শেষ কথা

সুস্থতা অনেক বড় একটি নিয়ামত কেবল অসুস্থ ব্যক্তিগণই খুব ভাল করে তাকে উপলব্ধি করতে পারে। সেজন্য আপনারা সুস্থ অবস্থাতেই লজ্জা না করে সমস্যা জনিত স্রাব হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়াও আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে জেনে গেছেন সাদা স্রাব হলে কি ক্ষতি হয়? নাকি ক্ষতি হয় না। এবং সাদা স্রাব সম্পর্কে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ সব পয়েন্টগুলো।

ধন্যবাদ-Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url