রবিতে এমবি দেখে কিভাবে ৪ টি সেরা টিপস
রবিতে এমবি দেখে কিভাবে অথবা (Robi MB Check Code) এছাড়াও রবি অ্যাপ ব্যবহার ডাউনলোড কিছু সর্তকতা সহ প্রয়োজনীয় তথ্য দিন আর্টিকেলটি সাজানো হয়েছে।
রবি সিম ব্যবহারকারী গ্রাহকেরা যারা নিয়মিত অথবা প্রয়োজন বোধে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকেন। সে সকল গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ জানার বিষয় হচ্ছে অবশিষ্ট এমবি কিংবা ইন্টারনেট ব্যালেন্স জানা। সহজ উপায়ে রবি সিমের এমবির ব্যালেন্স দেখার সহজ কিছু নিয়ম আপনার জন্য নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
সূচিপত্র: রবিতে এমবি দেখে কিভাবে ৪ টি সেরা টিপস
- রবিতে এমবি দেখে কিভাবে?
- রবি অ্যাপস ব্যবহারের মাধ্যমে এমবি দেখার নিয়ম
- রবি অ্যাপস ডাউনলোড করার নিয়ম
- রবি অ্যাপসে ধামাকা অফার
- এমবি দিয়ে রবি অ্যাপস ব্যবহারে কিছু সতর্কতা
- শেষ কথা
রবিতে এমবি দেখে কিভাবে?
রবির নির্ধারিত চারটি এমবি ব্যালেন্স চেক কোড রয়েছে। যার চারটির মধ্যে যেকোনো একটি কোড ব্যবহার করে খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার অবশিষ্ট এমবি কিংবা ইন্টারনেট ব্যালেন্স। রবিতে এমবি দেখে কিভাবে সে কোডগুলো ব্যবহারের সঠিক নিয়ম নিচে দেওয়া হলো।
- শুরুতে আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে যেতে হবে।
- ডায়াল অপশনে গিয়ে *৮৪৪৪*৮৮# অথবা *৩# অথবা *১২৩*৩*৫# অথবা *২২২*৮১# এই চারটি কোডের মধ্য থেকে যেকোনো একটি কোড তুলে ডায়াল করুন।
- কিছুক্ষণের মধ্যেই একটি এসএমএস এর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার অবশিষ্ট এমবি কিংবা ইন্টারনেট ব্যালেন্স ও তার মেয়াদ।
এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে, আপনি আপনার এমবি ব্যালেন্স জানার জন্য রবির নির্ধারিত চারটি কোড থেকে যেকোনো একটি কোড ডায়াল করা সত্ত্বেও আপনি অবশিষ্ট এমবির ব্যালেন্স চেক করতে পারেননি। এমনটা আসলে অনেক সময়ই হয়ে থাকে আপনার ডায়ালকৃত কোডটি থেকে কিছু অনাকাঙ্খিত ত্রুটির কারণে আপনার কাছে ফিরতি এসএমএস আসে না।
কিন্তু এতে করে আপনাদের চিন্তার কোন কারণে নেই কেননা সে ক্ষেত্রে আপনি আরেকটি কোড ডায়াল করে এমবি ব্যালেন্স জেনে নিতে পারেন। আর এভাবেই যে কোন একটি কোড ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজেই জেনে নিতে পারেন আপনার রবি সিমের ক্রয় কৃত অবশিষ্ট এমবি কিংবা ইন্টারনেট ব্যালেন্স ও তার মেয়াদ। আশা করি রবিতে এমবি দেখে কিভাবে বা Robi MB Check Code ব্যবহার করতে পারবেন।
রবি অ্যাপস ব্যবহারের মাধ্যমে এমবির ব্যালেন্স দেখার নিয়ম
রবি তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করার লক্ষ্যে এবং গ্রাহকদের জীবনযাত্রার মানকে আরো সহজ করতে তারা নিয়ে এসেছে আধুনিক ফিচার “মাই রবি” নামক রবির অফিসিয়াল অ্যাপ। আর এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমেও আপনি আরো সহজে এবং মুহূর্তেই জেনে নিতে পারবেন আপনার এমবির ব্যালেন্স ও চাইলে রবির অন্য যেকোনো কিছুর ব্যালেন্সও।
অ্যাপটি তে প্রবেশ করলেই আপনার চোখের সামনে দৃশ্যত হবে রবির এমবির ব্যালেন্সসহ অন্য সকল কিছুর ব্যালেন্স। তাই বলাই বাহুল্য সহজ উপায়ে রবি সিমের এমবি কিংবা ইন্টারনেট ব্যালেন্স চেক করার ক্ষেত্রে রবি অ্যাপস হতে পারে আপনার জন্য খুবই কার্যকরী।
রবি অ্যাপস ডাউনলোড করার নিয়ম
রবি অ্যাপস ব্যবহার করতে চাইলে আপনার মোবাইল সেটটিতে অবশ্যই আগে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। কিন্তু অনেকেই আছেন যাদের রবি অ্যাপস ডাউনলোড করার নিয়ম জানা নেই বা জানেন না।
আমরা আপনাদের জানার বা বোঝার সুবিধার্থে রবি অ্যাপ ডাউনলোডের নিয়মটি নিচে কিছু পয়েন্ট আকারে তুলে ধরেছি। এই অ্যাপ থেকে রবিতে এমবি দেখে কিভাবে এবং আরো অন্যান্য অনেক কিছু জানতে পারবেন।
- আপনি প্রথমেই আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে প্রবেশ করুন।
- গুগল প্লে স্টোরের সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য মাই রবি অথবা রবি অ্যাপ লিখে সার্চ দিন।
- মাই রবি অ্যাপটি প্রতীয়মান হলে অ্যাপটিকে ইনস্টল করে নিন।
- ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করে আপনার রবির ব্যবহৃত সিম নাম্বারটি এবং সাথে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন অথবা রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর, অ্যাপটি দ্বারা মুহূর্তেই এবং সহজেই আপনি এমবি ব্যালেন্স সহ আপনার যে কোন প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন।
আপনি যদি অ্যাপটি ব্যবহার করতে না জানেন এর পরেও ব্যবহার করতে পারবেন। কারণ অ্যাপটি ব্যবহারের সময় আপনাকে কিছু চিহ্ন এবং লেখার মাধ্যমে গাইডলাইন প্রদান করবে আপনি দেখে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
এছাড়াও অ্যাপসটিতে প্রবেশের পর মাই অফার নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করেই আপনার সমস্ত ধামাকা অফার গুলো দেখে আপনার কাঙ্খিত অফারটি নিতে পারবেন।
এমবি দিয়ে রবি অ্যাপস ব্যবহারে কিছু সতর্কতা
রবির ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক, যারা রবি অ্যাপ ব্যবহারের মাধ্যমে এমবি কিংবা ইন্টারনেট ব্যালেন্স চেক করে থাকেন তাদেরকে অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু অ্যাপটি ব্যবহারের সময় ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়, তাই অ্যাপটিতে প্রবেশ করার আগে আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণের এমবি আছে কিনা তার একটি সূক্ষ্ম ধারণা থাকতে হবে।
আরো পড়ুন: অনলাইনে পাসপোর্ট আবেদন ফরম পূরণ করার ৮ টি স্টেপ
অন্যথায় এমবি ছাড়া অথবা কম এমবি নিয়ে অ্যাপটিতে প্রবেশ করলে মুহূর্তের মধ্যেই আপনার মোবাইলের মূল অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে। তাই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে।
শেষ কথা - উপসংহার
ইন্টারনেটের সঠিক ব্যবহার যেমন মানুষের জীবনযাত্রাকে করেছে অনেক সহজ ও গতিশীল। ঠিক তেমনিই ইন্টারনেটের অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহারও মানুষের ব্যক্তি জীবনকে করেছে চরম বিপর্যস্ত ও ক্ষতি সাধন। তাই ইন্টারনেট ব্যবহারে আমাদের সচেতনতা বজায় রাখা উচিত।
দেশের অন্য মোবাইল অপারেটর গুলোর সাথে পাল্লা দিয়ে রবি গ্রাহকদের জন্য নানা ফর্মুলায় অনেক রকমের ইন্টারনেট প্যাক সাজিয়ে গ্রাহকদের মাঝে অফার করে থাকে। আর সেই অফারগুলো থেকে আপনারা নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী এমবি প্যাক ক্রয় করে ব্যবহার করতে পারেন।
রবি সিমের এমবির ব্যালেন্স দেখা নিয়ে যারা এতদিন অজানা ছিলেন কিংবা বিভ্রান্তিতে ছিলেন। আশা করি আমার এই আর্টিকেলটি আপনাদের এমবি ব্যালেন্স দেখা নিয়ে সকল প্রকার বিভ্রান্তি দূর করবে। আর আপনাদেরকে সহজ উপায়ে রবিতে এমবি দেখে কিভাবে সে সম্পর্কে সঠিক একটি গাইডলাইন দিতে সক্ষম হবে। (1215)
ধন্যবাদ-Thanks
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url