১০০ ফুলের নাম ও ফুলের চমৎকার বৈশিষ্ট্য

১০০ ফুলের নাম এবং ফুল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে আমাদের আজকের উপস্থাপন। এই আর্টিকেলে ফুলের নাম উল্লেখ করার পাশাপাশি পৃথিবীতে কত রকমের ফুল আছে? পৃথিবী ও বাংলাদেশের সবচেয়ে সুন্দর ফুলের নাম, আদর্শ ফুল, ফুল আমাদের কি কাজে লাগে ইত্যাদি সহ আরো অনেক কিছুর বিস্তারিত আলোচনা রয়েছে।

image

যারা ফুল পছন্দ করেন, ফুল কে ভালবাসেন তাদের জন্য আর্টিকেলটি বেশ পছন্দের তালিকায় থাকবে বলে আমি আশা করি।

সূচিপত্র: ১০০ ফুলের নাম ও ফুলের চমৎকার বৈশিষ্ট্য

ভূমিকা

ফুল একটি সুন্দর ও পবিত্র জিনিস। সৌন্দর্য এবং পবিত্রতার ইতিবাচক উদাহরণেও আমরা ফুলকে ব্যবহার করি। যেমন: ফুলের মত সুন্দর, ফুলের মত পবিত্র ইত্যাদি। ফুলকে কেন্দ্র করে ফুল প্রেমি মানুষদের আয়োজনের শেষ নেই। অনেকে আছেন যারা ফুলকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে থাকেন।

আবার অনেকে আছেন শখ করে ফুলের চাষ করেন। বিভিন্ন ফুলের চাষ করে নিজের সংগ্রহে রাখতে চান ও সৌন্দর্য উপভোগ করতে চান। এসব কাজের জন্য বিভিন্ন ফুলের নাম জানাটাও বেশ জরুরী। এক্ষেত্রে ১০০ ফুলের নাম এ আর্টিকেলটি বেশ সহায়ক হবে।

পৃথিবীতে কত রকমের ফুল আছে?

নেদারল্যান্ডকে আমরা ফুলের রাজ্য বলতে পারি কেননা পৃথিবীতে যেসব দেশে বেশি পরিমাণে ফুল জন্মে তারমধ্যে সবচেয়ে বেশি নেদারল্যান্ডে ফুল জন্মে। এই ফুল নেদারল্যান্ডের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। পৃথিবীতে অনেক প্রজাতির ফুল রয়েছে।

তবে নির্দিষ্ট করে এর সঠিক সংখ্যা বলা বেশ কঠিন। পৃথিবীতে ফুলের প্রজাতির সংখ্যা তিন থেকে প্রায় চার লাখের কাছাকাছি হতে পারে বলে অনেক বিশেষজ্ঞগণ ধারণা করে থাকেন।

১০০ ফুলের নাম

পৃথিবীতে অনেক ফুল রয়েছে। যার সবগুলোর নাম আমরা জানিনা। নিম্নে ১০০ ফুলের নাম দেয়া হলো:

  1. গোলাপ
  2. রজনীগন্ধা
  3. গাঁদা ফুল
  4. শিউলি
  5. কামিনী
  6. রঙ্গন
  7. গন্ধরাজ
  8. বকুল
  9. কৃষ্ণচূড়া
  10. শিমুল
  11. পলাশ
  12. রক্তজবা
  13. বাগান বিলাস
  14. সূর্যমুখী
  15. ডালিয়া
  16. কসমস
  17. অর্কিড
  18. টিউলিপ
  19. জিনিয়া
  20. শাপলা
  21. নার্গিস
  22. ডেইজি
  23. ক্যামেলিয়া
  24. ম্যাগনোলিয়া
  25. নীলকন্ঠ
  26. অপরাজিতা
  27. জলকুমুদ
  28. লেভেন্ডার
  29. আইরিশ
  30. এস্টার
  31. ইয়ারো
  32. পপি
  33. গার্ডেনিয়া
  34. পরাগ
  35. চামেলী
  36. চাঁপা
  37. হাসনাহেনা
  38. চন্দ্রমুখী
  39. কুড়ি
  40. দোপাটি
  41. মালতি
  42. টগর
  43. সরিষা ফুল
  44. গুলবাহার
  45. জুঁই
  46. চেরি
  47. কদম
  48. কাঠগোলাপ
  49. সর্বজয়া
  50. পিটুনি
  51. পিয়ানি
  52. প্রটিয়া
  53. শিম ফুল
  54. লাউ ফুল
  55. বরই ফুল
  56. আমের মুকুল
  57. ঝিঙেফুল
  58. মিষ্টি কুমড়া ফুল
  59. লরেল ফুল
  60. ভিউলেট ফুল
  61. ঘাসফুল
  62. ধুতরা ফুল
  63. উলফিয়া কলম্বিয়ানা
  64. কাশফুল
  65. কেয়া
  66. কুসুম ফুল
  67. কুন্দ
  68. চন্দন ফুল
  69. সাজনে ফুল
  70. কুঞ্জলতা
  71. চাঁদ মালা
  72. জহুরী চাঁপা
  73. পারিজাত
  74. রঞ্জনা
  75. সারঙ্গ
  76. শ্বেত কাঞ্চন
  77. হলুদ কমলি
  78. হিবিস্কাস
  79. সুখ দর্শন
  80. নয়ন তারা
  81. তুলসী ফুল
  82. জেসমিন
  83. লিচুফুল
  84. কলাবতী
  85. জারুল ফুল
  86. রূপসী
  87. তেতুল ফুল
  88. হিজল
  89. কালোজিরা
  90. মেথি
  91. অতসী
  92. উলট চন্ডাল
  93. ছাগল কুঁড়ি
  94. নীল শালুক
  95. লুপিন
  96. এলাচ ফুল
  97. খেজুর ফুল
  98. ঢেঁড়স ফুল
  99. তরমুজ ফুল
  100. ড্যাফোডিল

ফুলের রাজা / রানী কে?

পৃথিবীতে অনেক ধরনের ফুল রয়েছে। এগুলোর মধ্যে গোলাপ এমন এক ধরনের ফুল যার রং, ঘ্রাণ, আকার সৌন্দর্য অন্যান্য ফুলের চেয়ে সবদিক থেকে সুন্দর ও ব্যতিক্রম। যা সকল মানুষকে সহজেই বিমোহিত ও আকর্ষণ করে।

এজন্য গোলাপকে ফুলের রাজা বলা হয়। গোলাপ শুধু ফুলের রাজা নয় একে ফুলের রানীও বলা হয়। অর্থাৎ ফুলের রাজ্যে রাজা-রানী দুটোই গোলাপ।

পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের নাম কি?

image

এ আর্টিকেলটিতে এখন আমরা জানবো পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের নাম কি? প্রায় চার লাখ প্রজাতির ফুল পৃথিবীতে রয়েছে এ কথা আমরা ইতোমধ্যে জেনেছি। এই ফুলগুলো একটির সাথে আরেকটি তুলনা করলে কোনটি বেশি সুন্দর তা খুঁজে বের করা কঠিন হবে।

মূলত কার কাছে কোন ফুল বেশি সুন্দর লাগবে সেটা সম্পূর্ণ যার যার নিজস্ব পছন্দের ব্যাপার। কিন্তু একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলোর তালিকায় প্রথমে রয়েছে অর্কিড।

বাংলাদেশের সবচেয়ে সুন্দর ফুলের নাম কি?

ফুল হলো সৌন্দর্যের অপর নাম। একে সৌন্দর্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করা যায়। ফুল সবাই পছন্দ করে। ফুলের সৌন্দর্যে এবং মিষ্টি সুভাসে আমাদের সকলের মন ভালো হয়ে যায়। বাংলাদেশে বিভিন্ন ধরনের ফুল জন্মে। প্রতিটি ফুলেরই আলাদা সৌন্দর্য আছে যা তার নিজস্বতা প্রকাশ করে।

আমরা মানুষ জাতি। আমাদের সকলের সব জিনিসের পছন্দ এক রকম হবে না এটাই স্বাভাবিক। ফুলের ক্ষেত্রেও তাই। একজনের কাছে যে ফুলটি পছন্দ অন্যজনের কাছে অন্য একটি পছন্দ হতে পারে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ফুলের নাম সাদা শাপলা। এটি বাংলাদেশের জাতীয় ফুল। কারণ শাপলার সাদা রঙটি শুদ্ধতার রং, যা আত্মার পবিত্রতা নির্দেশ করে এবং এর পাপড়ি গুলো জনগণের ঐক্যবদ্ধতার নির্দেশ করে।

আদর্শ ফুল কোনটি কাকে বলে

আমরা জানি, ফুল দুই প্রকার হয়ে থাকে। যথা:

  1. আদর্শ বা সম্পূর্ণ ফুল এবং
  2. অসম্পূর্ণ ফুল

এই আর্টিকেলে এখন আমরা আদর্শ ফুল নিয়ে আলোচনা করবো। একটি আদর্শ ফুলের মোট চারটি অংশ থাকবে। যথা:

  • ১. বৃতি
  • ২. দল মন্ডল
  • ৩. পুংকেশর চক্র ও
  • ৪. গর্ভকেশর চক্র

যেসব ফুলে চারটি অংশ অর্থাৎ বৃতি, দলমন্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে সেসব ফুলকে আদর্শ বা সম্পূর্ণ ফুল বলা হয়। যেমন: জবা ফুল, ধুতরা ফুল ইত্যাদি। কারণ এসব ফুলে একটি আদর্শ ফুলের যে চারটি অংশ থাকতে হয় তার সবগুলোই রয়েছে।

পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি?

এখন আমরা পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কি তা জেনে নেই। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম হচ্ছে র‍্যাফলেশিয়া। কেননা এটি আকারে বেশ বড় হয়ে থাকে এবং ওজন অনেক বেশি হয় অন্যান্য ফুলের তুলনায়।

আরো পড়ুন: শীতের সকাল নিয়ে কিছু কথা ১০ টি অপরূপ মুগ্ধতার পয়েন্ট

এই ফুল চওড়া তিন ফুট এর মত হয়ে থাকে এবং ওজন প্রায় সাত আট কেজি বা এর চেয়েও বেশি হয়। এটি ইন্দোনেশিয়ার সুমাত্রার রেইন ফরেস্টে পাওয়া যায়। এর কোন কান্ড, পাতা বা শিকর কিছুই নেই। এই ফুলের ৫ টি পাপড়ি রয়েছে। এটা সম্পূর্ণ অন্য কিছুর উপর নির্ভরশীল অর্থাৎ পরজীবী।

সাধারণত ফুল মানে মিষ্টি সুভাষের অধিকারী হবে বলে আমরা মনে করি। রেফলেশিয়া ফুলটি আপাতদৃষ্টিতে যে কারো সুন্দর লাগবে কিন্তু এর রয়েছে বিকট গন্ধ। এর গন্ধ অনেকটা মাংস পঁচার মত মনে হয়। এরকম গন্ধের জন্য একে মৃতদেহ ফুলও বলা হয়। বর্তমানে এই ফুলটি খুব কম দেখা যায়।

পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম

এই আর্টিকেলে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম জেনেছি এখন জানবো পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম।

পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম উলফিয়া কলম্বিয়ানা। এটি সাধারণত পানিতে দেখতে পাওয়া যায়। যা হাঁস, মুরগি, পাখি ও মাছেরা খাবার হিসেবে গ্রহণ করে। আবার অবাক করা বিষয় হলেও সত্যি যে অনেক মানুষও এই ফুল খেয়ে থাকে।

ফুলের ব্যবহার বা ফুল আমাদের কি কাজে লাগে?

ফুলের ব্যবহার নিয়ে এখন আমরা কথা বলব। ফুল আমাদের কি কি কাজে লাগ?

  • ফুল দিয়ে আমরা মালা তৈরি করি, তোরা বানাই বা এমনিতে ফুল আমরা কাউকে উপহার হিসেবে দেই। এর মাধ্যমে আমরা আমাদের ভেতরকার অনুভূতিকে সুন্দরভাবে প্রকাশ করতে পারি।
  • ফুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের গহনা তৈরি করি।
  • ঘরের সৌন্দর্য ও শোভা বর্ধন করতে আমরা ফুল দিয়ে ঘর সাজাই।
  • অনেকে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করে জীবিকা নির্বাহ করে।
  • ফুলের চাষ, ফুলের বাগান করলে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায় এবং পরিবেশ খুব সুন্দর হয়ে ওঠে।
  • বিভিন্ন জাতীয় দিবস, বিভিন্ন ধরনের অনুষ্ঠান ইত্যাদি উদযাপনের সময় ফুল অবশ্যই দরকার হয়।
  • গল্প, গান, কবিতা, উপন্যাস ইত্যাদিতে আমরা ফুল নিয়ে লিখতে দেখি।
  • অনেক ধরনের ফুল আছে যা খাওয়া যায়। কিছু ফুল আবার সবজি হিসেবেও খাওয়া যায়।
  • ঔষধি গুণসম্পন্ন ফুল বিভিন্ন রোগ নিরাময়ের জন্য খুব কাজে দেয়।
  • অনেক ফুল সৌন্দর্য চর্চায় খুব কার্যকরী ভূমিকা পালন করে, ইত্যাদি।

ফুলের মিষ্টি সুবাস থাকে যা আমাদের শরীর ও মনকে ভালো রাখে।

উপসংহার - শেষ কথা

পরিশেষে বলা যায়, ১০০ ফুলের নাম সম্পর্কিত এ আর্টিকেলটি নিঃসন্দেহে ফুল যারা ভালবাসেন তাদের পছন্দের তালিকায় থাকবে। এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা ১০০ ফুলের নাম সহ আরো অনেক অজানা বিষয় জেনেছেন বলে আমি আশা রাখি।

যেগুলো আপনাদের অনেক ক্ষেত্রে কাজে আসতে পারে। সুপ্রিয় পাঠক, আজ তাহলে আপনাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে এই আর্টিকেলটি এখানেই শেষ করছি। (1219)

Thanks

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
Comment মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url