ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে ১ ০ ১
দশমিক ছাড়া যে সকল সংখ্যা রয়েছে সেগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এই আর্টিকেলটিতে ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা ইত্যাদি পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
(নিচের যে অংশ থেকে পড়তেছে ক্লিক করুন)
সূচিপত্র: ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে dhonattok songkha kake bole
পড়াশোনার খবরভূমিকা
ব্রহ্মগুপ্ত স্যার গণিতের শূন্য ( ০ ) ব্যবহারের গভীরতা স্পষ্ট করে তুলেন। কিন্তু ব্রহ্মগুপ্ত স্যার শূন্য আবিষ্কার করেননি। আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে তা বুঝানোর জন্য ০ থেকে ডান দিকে এবং বাম দিকে ভাগ করে নিয়েছি। তারআগে আরেকটি পয়েন্ট সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে Z চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই Z এসেছে জার্মান ভাষার জাহলান শব্দ থেকে Zahlan = Z. জাহলান শব্দের অর্থ সংখ্যা।
ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে?
ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে এই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য নিচে তিনটি পয়েন্ট তুলে ধরে হল আশা করি খুব সহজেই ক্যালকুলেশন বুঝতে পারবেন।
- ঋণাত্মক
- অঋণাত্মক
- ধনাত্মক
এই তিনটি মিলে ধনাত্মক পূর্ণ সংখ্যা
......-৩, -২, -১ ০ ১, ২, ৩, ৪......
ক্যালকুলেশনটা সহজ করার জন্য ইংরেজিতে ট্রান্সলেট করলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। ঋণাত্মক অর্থ Negative, অঋণাত্মক অর্থ Non-Negative, এবং ধনাত্মক অর্থ Positive.
আমরা সাধারণত ডান সাইটকে পজেটিভ এবং বাম সাইটকে নেকেড ধরে থাকি। সেই জন্য সবুজ এবং লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে।
১, ২, ৩, ৪......
ধনাত্মক বা Positive. সংখ্যা ১, ২, ৩, ৪, ৫...........ইত্যাদি
......-৩, -২, -১
ঋণাত্মক বা Negative. -১, -২, -৩, -৪...........ইত্যাদি
০, ১, ২, ৩, ৪......
অঋণাত্মক বা Non-Negative ০, ১, ২, ৩, ৪, ৫...........ইত্যাদি
আশা করি উপরের তিনটি পয়েন্ট বুঝতে পেরেছেন। এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে উত্তর পেয়েছেন।
নেগেটিভ, নন নেগেটিভ.
অনেকেই প্রশ্ন করে (০) শূন্যের সাথে ধনাত্মক যোগ করে নন নেগেটিভ হয়, তাহলে (০) শূন্যের সাথে ঋণাত্মক যোগ করে কি নন পজেটিভ হবে? আসলে গণিতে নন পজেটিভ হয় না। আশা করি বুঝতে পেরেছেন।
N এবং Z এর ব্যবহার
এই অংকটিতে N এবং Z এর ব্যবহার বেশি করা হয়। N দিয়ে Natural ন্যাচারাল বা সাধারণ নাম্বার ধরা হয়।
আরো পড়ুন: বিদেশে স্কলারশিপ পাওয়ার বিশেষ ৫ টি যোগ্যতা
(N) Natural ন্যাচারাল নাম্বার হল: অঋণাত্মক আর ধনাত্মক যেমন: ১, ২, ৩, ৪.... ইত্যাদি।
(Z) জেড দ্বারা ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক, তিনটিকে ধরা হয় যেমন: -৩, -৪, ০, ২, ৫......ইত্যাদি।
উপসংহার - শেষ কথা
আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে এবং গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট শিখতে পেরেছো। আর্টিকেল ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করে অন্যদেরকে সাহায্য করুন।
ধন্যবাদ-Thanks.
আর আইটি ফার্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url